Tuesday, July 7, 2009

সারা বছর একুশ কেন নয়?





সর্বান্তিক ’অহনলিপি-বাংলা‘ ফন্টে পড়তে হবে৤ বিনামূল্যে ফন্ট ডাউনলোড লিংক:--
https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip



======================

সারা বছর একুশ কেন নয়?  

একুশ আমাদের কাছে যে তাৎপর্য বহন করে তাতে এ প্রশ্ন উঠে পড়ে, সারা বছর একুশ কেন নয়?একুশ কি কেবলই ফেব্রুয়ারির ২১ তারিখ? সে তো কবে ১৯৫২-তে ঘটে গেছে৤প্রতি বছর মহাসমারোহে আমরা তাকে স্মরণ করি শ্রদ্ধায় নত শিরে, তাই এ প্রশ্ন এসেই পড়ে সারা বছর একুশ কেন নয়? একদিন সেজেগুজে হবে কি একুশে? একুশ তো প্রাণের ধন, তাকে বছরে একদিন স্মরণ করলেই শেষ হবে?একুশ হোক আমাদের কাছে প্রতিদিন প্রতিক্ষণ৤কাজ যা আছে যদি তা করতে পারি বাংলায় তবে কেন তা করবো অন্য ভাষায়? সে কি নিজেরে দেখাতে বড় যে, আমি বড়ই অনভ্যস্ত কাজ করতে বাংলাতে? এ তো মৃদু দাস হওয়া, তাকি এখনও মেনে নেব মনে প্রাণে? নামটা সবখানে সই করতে পারি বাংলাতে, ব্যাংক চেক হলেও মনে হয় কোনও বাধা নেই তাতে৤আমি আমার ব্যাংককে বলছি আমার টাকা দিতে বাংলায় লিখে, তাতে বাধা কি লিখতে বাংলাতে৤আমি সেটাই করতাম এককালে৤ পরে একজন শুভার্থী জানালেন, সকল জায়গাতে একই সই রাখা ভালো, তাই আবার ফিরে এলাম ইংরেজিতে, কারণ অফিসে বাংলা সই চলবে না, সেটা অফিসিয়ালি৤কিন্তু পরোপকার বেশি করতে হামলে পড়ে অ-বাংলা বলায় এত কেন উৎসাহ? আর সেটা যে ইংরেজি না হলে হবে কোন্ ভাষাতে, তা তো ”ওপেন সিক্রেট“! কী কাজ বলুন এত সুদাসত্বে? একটি বিরাট মাপের সংবাদপত্র একবার লিখলো তার সাধু গদ্যতে আমাদের খুবই দরকার ইংরেজিও বাংলার সাথে৤ আর সেটাই রীতি, যোগ্যতা বোঝাতে৤ যে ইংরেজিতে দক্ষ নয়, সে কলকে পায়না সভাতে৤কথাটা বেশ ঠিক, বাধা নেই কিছু মানতে৤তবে এটাই যে অনন্ত সত্য নয় সে কথাও পেরেছি জানতে৤চিনা বা জাপানি-- তারা জানে না ইংরেজি, তারা একটা ভাষাতেই দক্ষ কেবল, তাহলে কি তারা যোগ্যতা অর্জন করেনি জগৎসভাতে?আমরা কেন তা‘লে অযোগ্য হব?এটা অবশ্য এঁড়ে তর্কের ব্যাপার, কারণটা যে অন্য, সে কথা বললেই ল্যাঠা যেত মিটে৤বাংলাভাষার প্রসার প্রচার কিংবা জীবিকা যোগাবার ক্ষমতা কতটুকু আছে? আমরা নিজেরাই বাংলা বলিনা সব জায়গাতে৤নিজেদের ঘরোয়া কথাবার্তাতে অবধি ইংরেজি না বলে মনের ভাব প্রকাশ করায় তেমন যুৎ হয় না, ’একচুয়ালি‘ সব কথা পারি না বোঝাতে! এটা আমাদের ভাষার অক্ষমতা, নাকি আমাদের মৃদুদাস ভাব, অথবা সঠিক শিক্ষার অভাব, তা বিচার করে দেখতে হবে৤দেখেছি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক উপাচার্য কেমন বাংলা বলেন, ইংরেজিটা ইচ্ছে করেই এড়িয়ে চলেন৤তাঁরা একটু কম শিক্ষিত এমন তো মনে হয়নি কখনো! আসলে বাংলা না বলাটা আমাদের মনের ভয়ের প্রকাশ, যদি কেউ ভুলে মনে করে বসে, হেঁ হেঁ লোকটা কেমন কাঁচা ইংরেজিতে, অথবা তাকায় টেরচা চোখে লেখাপড়া কদ্দুর কে জানে, নইলে কেন সে ইংরেজি না বলে কেবলই বাংলা বলে? আরে ছোঃ, দেখে ছিলাম অধ্যাপক সে একজন...৤
ধীরে ধীরে, বন্ধু ধীরে, দিন পালটে গেছে, বাংলা ভাষাটাও আছে খুব চাপে(আপনি যেন জানেন না সে কথা!), বাংলাটা আজ তাই বলা খুবই চাই, নইলে রইলে পিছিয়ে জীবিকায়৤বিশ্বেস হল না বুঝি?তবে বলি সোজাসুজি, ভাষা হল জীবন-জীবিকার মূল হাতিয়ার, যদি তাকে হেলা করি, তবে আমরাও ধুলোচাপা পড়ি৤ তার সাথে একটা কথা রাখতে হবে মনে, প্রশাসনের শিরে যদি না বসানো হয় তাকে, তবে কেমন করে সে হাতিয়ার হবে? ভাষার হাতি হলেও, বাংলাভাষা পারবে না হাতিয়ার হতে৤বাংলার চাই রাজনৈতিক পৃষ্ঠপোষণ সকল দলের(সব সব দলের),যেমন হয় হিন্দি বলয়ে৤ সেখানে দুই দল যতই চলুক বিপরীত দিকে, যত শত্রু হোক পরস্পরে,হিন্দি ভাষার প্রশ্নে দিক একটাই, এতে কোন কোনও ভুল নেই, আমাদের চাই তেমনি ঐক্য ভাষা নিয়ে৤ এখানেও যদি বাস করি বিপরীত মেরুতে তবে নোবেলে রবিতে কোনও কাজ হবেনা৤যখন মাতৃভাষার প্রশ্নেও ঐক্য না রবে, তখন সে জাতি ধীরে ধীরে ধ্বংস হবে৤আমরা চাই না নিজেদের বিলোপ, আমরা চাই না ভবিষ্যতে করতে বিলাপ, তাই সকলে আসুন ভাই, ভাষার ঐক্য গড়ি তাই, যতক্ষণ পারি সব কাজ বাংলাতে করি৤ কথাবার্তা,লেখালিখি, দেখাদেখি (সিনেমা, ভিডিয়ো, টিভি),শোনা, এসএমএস, কিংবা ই-মেল, নেটে সার্চ,নেট-সাইট কিংবা ব্লগ লেখা সবই হোক না বাংলাতে৤ এখন এসব মোটেও কঠিন কাজ নয়, কেবল একটু ইচ্ছে চাই৤মধুসূদন পারেন নি স্বপ্ন দেখতে ইংরেজিতে সেই খোদ ইংরেজির যুগে তাঁকে ফিরে আসতেই হল মায়ের কাছে(বড় শিশু ছিলেন!), তুমিও যতই সাজো ভিলেন,একদিন ফিরতে হবে, তবে তা হবে না উৎসবে, ফিরতে হবে কেঁদেকেটে৤ ইংরেজির অধ্যাপক যিনি, অথবা লেখেন ইংরেজিতে তাঁরা বাংলাতে অপোক্ত নন৤ যাঁদের অর্থনীতি দুর্বল, যাঁরা নির্ভরশীল পরের উপর, তাঁদেরই বেশি কপচাতে হয় ইংরেজি লাঙুল তুলে৤সারা বিশ্বে ইংরেজিভাষীরা যায় নানা কাজে, তারা দাপটে চালায় ইংরেজি সব খানে, এটা তাদের প্রবল ভিত্তির অর্থের দাপট, আর তারা ইংরেজি ছাড়া আর কিছুই যে শেখে না, দরকার হয়না বলে৤যদি আমরা সকলে গড়ে তুলি নিজেদের দুর্গ, তবে এককালে আমরাও সফল হবো৤সত্যি কথাটা শুনুন ইংরেজিও ছিল গেঁয়ো ভাষা এক কালে, আজ তারা কেন যে সবার উপরে, আমার অপরাধ না নিলে, সেটা একটু ভাবুন সকলে৤
------ফরাসি ভাষা এককালে দীর্ঘ দিন(৬০০ বছর) ইংলন্ডে রাজভাষা তথা সরকারি ভাষা ছিল৤ তারাই তো এখন বিশ্বের শিরে বসে৤ আমরা চূড়ায় উঠতে পারব না কেন? যেখানে সূর্যের আলো পৌঁছায় না, তারা উঠে গেল আকাশে, আমরা তো সূর্যসেবিত আশীর্বাদপুষ্ট৤ আমরা অবশ্যই আকাশের সূর্যের কাছে পৌঁছাব৤

------১৯শে(উনিশে)-ও তো সারা বছর হওয়া উচিত৤ নিশ্চয়ই৤ একুশে কথাটির অন্তরেই তা ধরা আছে৤ ঊনিশ-একুশ মিলিয়েই তো আমাদের বাংলা জীবন চর্যা৤

=============================


No comments:

Post a Comment