Friday, April 30, 2010

বাংলা বর্ণ এবং যুক্তবর্ণ




লেখাটি ‘অহনলিপি-বাংলা১৪’AhanLipi-Bangla14 ফন্টে পড়লে লেখাটির উদ্দেশ্য স্পষ্ট হবে৤














৩০/০৪/২০১০ শুক্রবার





বাংলা বর্ণ এবং যুক্তবর্ণ

মনোজকুমার দ. গিরিশ



মণীশ পার্ক, কোলকাতা, ভারত






সবটা ঠিক ঠিক পড়তে হলে সংগে দেওয়া লিংক থেকে ফন্ট ফ্রি ডাউনলোড করে ‎নিতে হবে৤ ইউনিকোড ফন্ট ডাউনলোড করার লিংক‏:‏
Click on the Link and Download Bangla Unicode Font


সর্বান্তিক ‘অহনলিপি-বাংলা১৪’ ফন্টে পড়তে হবে৤


বিনামূল্যে ফন্ট ডাউনলোড লিংক:--




ইউনিকোড ফন্ট ডাউনলোড করার লিংক উপরে দেওয়া হল৤
লিংকে ক্লিক করুন ফন্ট ডাউনলোড হবে৤ ‎
যুক্তবর্ণ সরল গঠনের৤ ‎বুঝতে লিখতে পড়তে সহজ৤ ‎


===========================

বাংলায় ক’টি বর্ণ আছে তা চট করে বলতে গিয়ে অনেকেই খানিকটা থমকে যাবেন৤ কারণ বিভিন্ন সময়ে বাংলা বর্ণমালার সংস্কার করা হয়েছে৤ সংস্কারের শুরু বিদ্যাসাগরের হাতে৤ তাঁর আমলে ছিল ১৬ স্বর এবং ৩৪ ব্যঞ্জন, এই মোট ৫০টি বর্ণ৤ তা সংস্কার করে তিনি করেন ১২ স্বর এবং ৪০ ব্যঞ্জন, মোট ৫২ বর্ণ৤ পরে ব্যবহারের অভাবে স্বরবর্ণ থেকে ঌ(লি) আপনিই বাতিল হয়ে যায়৤ এতে স্বরবর্ণ হয় ১১টি (এবং ব্যঞ্জন থেকে যায় ৪০টি বর্ণই) ফলে বর্ণমালা হয় ৫১ বর্ণের৤ পরে ১৯৮১-তে পঃবঙ্গ সরকার বাংলা বর্ণমালা সংস্কার করে প্রাথমিকের বই থেকে অন্তস্থ-ব(ৱ) বর্জন করলে বাংলা বর্ণমালা হয় ৫০ বর্ণের (১১+৩৯)৤
প্রাচীন ভারতীয় ব্রাহ্মী লিপি থেকে বাংলা সহ ভারতের বেশিরভাগ লিপিরই উদ্ভব ঘটে৤ ব্রাহ্মী লিপিতে হরফের উপরে হরফ বসিয়ে যুক্তলিপি বা যুক্তবর্ণ তৈরি করা হত
বিশ্বের অন্য ভাষায়ও যেমন, মিশরের লিপিতে এই একই রীতি দেখা গেছে৤
সিংহ-- লায়ন Lion-- L ধ্বনি
এখানে দেখানো হয়েছে-- K L -- = ক্ল৤

যেহেতু ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে, তাই বাংলায় যুক্তবর্ণ লেখার রীতিও ব্রাহ্মী লিপি থেকে এসেছে৤ বরং হাতে করে দ্রুত লেখার সুবিধার জন্য বাংলায় অনেক যুক্তবর্ণ দলা পাকিয়ে লেখা হয়৤ এই মণ্ড হরফগুলি-- মূল ও সম্পর্কিত বর্ণ থেকে এতই পৃথক যে, তা যেন আলাদা আলাদা হরফই৤ এগুলি এযুগে আবার যথাযথ এবং সরল করে লেখা দরকার৤ মাত্র দুটি মণ্ডহরফ(ক্ষ,জ্ঞ) বাদে বাকি সকল মণ্ডহরফ সরল করে লেখায় কোনও বাধা নেই৤ এতে ধ্বনি বিকৃতি বা ধ্বনি বিচ্যুতি ঘটবে না, বা যেটুকু ঘটবে তা সহন মাত্রার মধ্যেই থাকবে৤
বাংলায় ঠিক কতগুলি যে যুক্তবর্ণ আছে তার কোনও স্পষ্ট হিসেব নেই৤ একটি ওয়েবসাইটে বলা হয়েছে এর সংখ্যা ২৮৬৤ কিন্তু দীর্ঘদিন ধরে নানা সময়ে অনুসন্ধান করে আমি ৩৯৫টি যুক্তবর্ণের সন্ধান পেয়েছি৤ এই সংখ্যা আরও কিছু বেশি হবে, কারণ ছাপাখানায় কম্পোজিং শিক্ষার বইয়ে সাতটি যুক্ত হরফের টাইপ পাওয়া গেছে, যাদের ব্যবহারিক উদাহরণ পাওয়া যায়নি৤ হয়তো তেমন ব্যবহার এখন আর বাস্তবে নেইও৤ সে কটি ধরলে সংখ্যাটি দাঁড়ায় ৪০২টি৤ যে-বর্ণগুলি মিলে যুক্তবর্ণ হয় এবং যেগুলির ব্যবহারিক উদাহরণ পাওয়া গেছে সেগুলি খোপবিন্যাস অনুসারে দেখানো হল, একে ইংরেজিতে ম্যাট্রিক্স(Matrix) বলা চলে৤
বাংলায় যুক্তবর্ণ হয় দুই বর্ণের(২১১), তিন বর্ণের(১৬৮) এবং চার বর্ণের(১৬)৤ সর্বমোট ২১১+১৬৮+১৬= ৩৯৫(তিনশত পঁচানব্বই)৤ চার বর্ণের বেশি বর্ণ মিলে যুক্তবর্ণ বাংলায় নেই৤ অন্য ভাষায় অবশ্য আছে৤
স্বরবর্ণ+স্বরবর্ণ=মিলন ঘটে না, যুক্তবর্ণ নয়৤ ঐ, ঔ হল দ্বিস্বর৤ ঐ=ওই, ঔ=ওউ
স্বরবর্ণ+ব্যঞ্জনবর্ণ= যুক্তবর্ণ নয়? অ+ং=অং, আ+‍ঃ=আঃ, এ+‍ ‍ঁ= এঁ,
ব্যঞ্জনবর্ণ+স্বরবর্ণ= যুক্তবর্ণ নয়৤ কা, কি, কু, হৃ৤ র+ঋ= র্‍ +ঋ=ঋর্‍৤
ব্যঞ্জনবর্ণ+ব্যঞ্জনবর্ণ= যুক্তবর্ণ৤ ঙ্ক, দ্দ, ম্ভ, ল্প৤
বাংলা যুক্তবর্ণের এই তালিকায় অনুস্বর(‍ং), বিসর্গ(‍ঃ), এবং চন্দ্রবিন্দু(‍ ‍ঁ) যুক্ত সকল বর্ণসমাবেশকে যুক্তবর্ণ বলে দেখানো হয়েছে৤ আমার তালিকায় আছে মোট ৩৯৬টি যুক্তবর্ণ৤ এই তালিকার ঋর্‍ যুক্তবর্ণ বলে গণ্য নয় বলে মোট সংখ্যা হবে ৩৯৫(তিনশত পঁচানব্বই)


বাংলা যুক্তবর্ণের তালিকা দেখার আগে একবার বাংলা বর্ণমালাটি পুরোটা দেখে নেওয়া যাক৤ বাংলা ইউনিকোডে বাংলা বর্ণের যে ইংরেজি নাম দেখানো হয়েছে এই তালিকায় সেটাই দেখানো হল৤ এই তালিকায় তাই প্রাচীনদিনে চালু থাকা, এবং বর্তমানে বর্জিত লিপিও দেখানো হয়েছে:--     

                 বাংলা বর্ণমালা Bengali = Bangla Alphabet






স্বরবর্ণ=১৪টি, বাস্তব ব্যবহারে ১১টি(ঌ ৠ ৡ এই তিনটি বাদে)৤
ব্যঞ্জনবর্ণ ৪০টি বাস্তব ব্যবহারে ৩৯টি(অন্তঃস্থ-ব বাদে)৤
মোট ৫৪টি(১৪+৪০) বাস্তব ব্যবহারে ৫০টি(১১+৩৯)৤
বর্তমানে বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণ আছে৤ 

দুই বর্ণ---
   অহনলিপি-বাংলা১৪ ফন্ট AhanLipi-Bangla14 font বিভিন্ন সংশোধনের মাধ্যমে এই রূপে পৌঁছেছে
   আগে নাম ছিল নতুন-কলম৯১






এই তালিকার র্ঋ যুক্তবর্ণ বলে গণ্য হবে না, কারণ র+ঋ= র্‍ +ঋ=ঋর্‍৤ ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ যুক্ত হলে তা যুক্তবর্ণ বলে গণ্য হবে না৤ অন্য ক্ষেত্রেও তা যুক্তবর্ণ বলে গণ্য হয় না, যেমন- ক+‍া=কা, গ+ঋ=গৃ, ন+ঋ=নৃ, প+ঋ=পৃ ইত্যাদি৤ র+ঋ= র্‍ +ঋ=ঋর্‍, এখানে র ব্যঞ্জনবর্ণটি রেফ হয়ে ঋ-এর মাথায় বসছে৤ তাই মোট সংখ্যা হবে ১৮ - ১=১৭











তিন বর্ণ---







চার বর্ণ ---








দুই বর্ণ =২১১, তিনবর্ণ=১৬৮, চার বর্ণ=১৬
সর্বমোট=(২১১+১৬৮+১৬=)৩৯৫
বাংলা মোট যুক্তবর্ণ অন্তত, তিনশত পঁচানব্বই৤ 
০ শুক্রবার৤ বাংলা যুক্তবর্ণ-- প্রয়োগের উদাহরণ তালিকা
বাংলা বর্ণ এবং যুক্তবর্ণ বিষয়ক লিখনটি আছে বাংলামগ্ন ব্লগে৤


বাংলা যুক্তবর্ণ-- প্রয়োগের উদাহরণ তালিকা  

বাংলা বর্ণ সংযোগের যে তালিকা দেখানো হল, এবার দেখা যাক তা ব্যবহার করে প্রয়োগের উদাহরণ-- (নতুন-কলম৯১  Natun-klm91 ফন্ট ব্যবহার করা হয়েছে) [পুরানো ইউনিকোড ফন্ট]

পরিমার্জিত নতুন ফন্ট ‘অহনলিপি-বাংলা১৪’ ডাউনলোড লিংক:



পুরানো গঠনগুলি সংশোধন করতে হবে -- ২৫/০৭/২০১৭
 
দুই বর্ণের সংযুক্ত রূপ :--
ফলা---


য=
র=

                                                রেফ=
(র-এর দুটি রূপ, র-ফলা= এবং রেফ=)

পংক্তির শেষে দেখানো দুটি(বা তিনটি) রূপের প্রথমটি অভিপ্রেত রূপ৤
যেখানে দুটি রূপ দেখানো নেই সেখানে পার্থক্য সামান্য৤



২৫/০২/২০১৬ বৃহস্পতিবার

বাংলা মণ্ডহরফ তালিকা

দেখা যাক বাংলা যুক্তবর্ণ কেমন গঠনের হবে-- ‎
 
দুই বর্ণ:--‎
ক্ক, ক্ট, ক্ত, ক্ন, ক্ম, ক্য, ক্র, ক্ল, ক্ব, ক্ষ, ক্স, খ্ম, খ্য, ক্র, গ্দ, গ্ধ, গ্ন, গ্ম, গ্য, গ্র, ‎গ্ল, গ্ব, ঘ্ন, ঘ্য, গ্র, ঘ্ব, ঙ্ক, ঙ্খ, ঙ্গ, ঙ্ঘ, ঙ্ম, চ্চ, চ্ছ, চ্ঞ, চ্য, ছ্য, জ্জ, জ্ঝ, জ্ঞ, ‎জ্য, জ্র, জ্ব, ঞ্চ, ঞ্ছ, ঞ্জ, ঞ্ঝ, ঞ্য, ট্ট, ট্ম, ট্য, ট্র, ট্ব, ঠ্ব, ড্ড, ড্ম, ড্য, ড্র, ড্ব, ফ্য, ‎ঢ্র, ণ্ট, ণ্ঠ, ণ্ড, ণ্ঢ, ণ্ণ, ণ্ম, ণ্য, ণ্ব, ত্ত, ত্থ, ত্ন, ত্ম, ত্য, ত্র, ত্ব, থ্য, থ্র, থ্ব, দ্গ, দ্ঘ, ‎দ্দ, দ্ধ, দ্ভ, দ্ম, দ্য, দ্‌য, দ্র, দ্ব, ধ্ন, ধ্ম, ধ্য, ধ্র, ধ্ব, ন্ট, ন্ড, ন্ত, ন্থ, ন্দ, ন্ধ, ন্ন, ন্ম, ‎ন্য, ন্ব, ন্স, প্ট, প্ত, প্ন, প্প, প্য, প্র, প্ল, প্স, ফ্র, ফ্ল, ব্জ, ব্দ, ব্ধ, ব্ব, ব্ল, ভ্য, ভ্র, ‎ভ্ল, ম্ন, ম্প, ম্ফ, ম্ব, ম্ভ, ম্ম, ম্য, ম্র, ম্ল, য্য, র্‍, র্ক, র্খ, র্গ, র্ঘ, র্চ, র্ছ, র্জ, র্ঝ, র্ট, র্ড, ‎র্ণ, র্ত, র্থ, র্দ, র্ধ, র্ন, র্প, র্ফ, র্ভ, র্ম, র্য, র্র, র্ল, র্ব, র্শ, র্ষ, র্স, র্হ, ৎর্‍ , ল্ক, ল্গ, ল্ট, ল্ড, ‎ল্প, ল্ফ, ল্ম, ল্য, ল্ল, ল্ব, ব্য, ব্র, শ্চ, শ্ছ, শ্ন, শ্ম, শ্য, শ্র, শ্ল, শ্ব, ষ্ক, ষ্ট, ষ্ঠ, ষ্ণ, ‎ষ্প, ষ্ফ, ষ্ম, ষ্য, ষ্ব, স্ক, স্খ, স্ট, স্ত, স্থ, স্ন, স্প, স্ফ, স্ম, স্য, স্র, স্ল, স্ব, হ্ণ, ‎হ্ন, হ্ম, হ্য, হ্র, হ্ল, হ্ব, ড়্গ৤ = ২১১টি৤ ‎




এখানে দ্‌য এবং ঋর্‍ -- এই দুটি গণনা থেকে বাদ, কারণ দ্য [দ+য=দ্‌য]একবার ‎গণনা করা হয়েছে৤ ঋর্‍ যুক্ত বর্ণ নয়, কারণ এখানে স্বরবর্ণে ব্যঞ্জনবর্ণ যুক্ত ‎হয়েছে৤ র+ঋ র্+ঋর্‍ +ঋ=ঋর্‍৤ যেমন কা, কৃ, কো এগুলি যুক্তবর্ণ নয়৤ ‎বিভ্রান্তি হবার কারণ হল র-বর্ণটি রেফ চিহ্ন হয়ে ঋ-এর উপরে বসেছে৤ ‎


 


তিন বর্ণ:-- ‎
ক্ট্র, ক্ত্য, ক্ত্র, ক্ন্য, ক্যং, ক্রং, ক্ল্য, ক্ষ্ণ, ক্ষ্ম, ক্ষ্য, ক্ষ্ব, ক্ষং, ক্ষঃ, ক্ষঁ, গ্ধ্য, গ্ন্য, গ্নং, ‎গ্র্য, ঘ্ন্য, ঙ্ক্য, ঙ্ক্র, ঙ্ক্ষ, ঙ্খ্য, ঙ্গ্য, ঙ্গঃ, ঙ্ঘ্য, ঙ্ঘ্র, ঙ্ঘঃ, চ্চঃ, চ্ছ্র, চ্ছ্ব, জ্জ্ব, ণ্ঠ্য, ণ্ড্য, ‎ণ্ড্র, ত্ত্য, ত্ত্র, ত্ত্ব, ত্ন্য, ত্ম্য, ত্যং, ত্র্য, ত্রং, দ্দ্য, দ্দ্ব, দ্দং, দ্ধ্য, দ্ধ্র, দ্ধ্ব, দ্ভ্র, দ্যঃ, দ্র্য, ‎দ্রং, দ্ব্য, দ্বং, ধ্বং, ন্ট্র, ন্টং, ন্ড্র, ন্ত্য, ন্ত্র, ন্ত্ব, ন্তঃ, ন্দ্য, ন্দ্র, ন্দ্ব, ন্দং, ন্দঃ, ন্ধ্য, ন্ধ্র, ‎ন্ধঃ, ন্ন্য, প্ত্র, প্রং, ফ্রঁ, ব্ধ্য, ব্ধ্র, ব্বঃ, ব্ভ্র, ব্রঁ, ব্ল্য, ভ্যং, ভ্রং, ম্প্য, ম্প্র, ম্পং, ম্ব্র, ম্ভ্র, ‎ম্ভঃ, র্ক্ত, র্ক্য, র্গ্য, র্গ্র, র্ঘ্য, র্ঙ্গ, র্চ্ছ, র্চ্য, র্চঃ, র্জ্ঞ, র্জ্য, র্জঃ, র্ট্র, র্ঢ্য, র্ণ্য, র্ণঃ, র্ত্ম, র্ত্য, র্ত্র, ‎র্থ্য, র্থং, র্দ্ধ, র্দ্য, র্দ্র, র্দ্ব, র্দঃ, র্ধ্য, র্ধ্ব, র্ধং, র্প্য, র্পঃ, র্ব্ভ, র্ভ্য, র্ভং, র্ম্য, র্মং, র্লং, র্ব্য, র্বং, ‎র্শ্য, র্শ্ব, র্শঃ, র্ষ্ট, র্ষ্ণ, র্ষ্য, র্স্ট, র্স্য, র্সঃ, র্হঃ, ল্ক্য, ল্প্য, ব্যং, শ্চ্য, শ্বঃ, ষ্ক্র, ষ্ক্ব, ষ্ট্য, ‎ষ্ট্র, ষ্টং, ষ্ঠ্য, ষ্ঠং, ষ্ণ্য, ষ্প্র, ষ্ম্য, স্ক্র, স্ট্র, স্টং, স্ত্য, স্ত্র, স্ত্ব, স্তঁ, স্থ্য, স্ন্য, স্প্র, ‎স্প্ল, স্ফং, স্রং, স্বঃ, হ্ম্য = ১৬৮টি৤ ‎






চার বর্ণ:--‎
ক্ষ্ণ্য, ক্ষ্ম্য, ঙ্ক্ষ্য, ত্র্যং, দ্ব্যং, ন্ত্যং, ন্ত্র্য, ন্দ্রং, ন্ধ্যং, র্দ্ধ্ব, র্দ্ধং, র্ব্ভ্য, র্ষ্ণ্য, স্ট্রং, স্ত্রং, ‎স্প্রং = ১৬টি৤ ‎






দুই বর্ণ=২১১, তিনবর্ণ=১৬৮, চার বর্ণ=১৬৤ সর্বমোট=২১১+১৬৮+১৬=৩৯৫টি৤ 




  নতুন এবং পুরানো তালিকা একত্রে পরে দেখনো হল৤ ব্লগ --বাংলা যুক্তবর্ণ তালিকা
 http://banglamagna.blogspot.in/2017/07/blog-post.html



ক ক = ক্ক - ধাক্কা, পাক্কা, অক্কা, ছক্কা
ক ট = ক্ট - অক্টোবর, ভিক্টোরিয়া
ক ত = ক্ত - পোক্ত, বক্তা, ভক্ত, রক্ত, শক্ত 
ক ন = ক্ন - বাচক্নবী 
ক ম = ক্ম -  রুক্মিণী, রুক্ম
ক য = ক্য -  বাক্য, আধিক্য
ক র = ক্র -  বক্র, শুক্র, আক্রমণ, ক্রেতা
ক ল = ক্ল - শুক্ল, অক্লেশে, ক্লাব               

ক ব = ক্ব -  পক্ব


ক ষ = ক্ষ -  কক্ষ, লক্ষ, পক্ষী, ক্ষুধা


ক স = ক্স - বাক্স, বক্সিং                    

খ ম = খ্ম - খ্মের 

খ য = খ্য -  সখ্য, সংখ্যক, সংখ্যা
খ র = খ্র -  খ্রিষ্টাব্দ
গ দ = গ্দ - বাগ্দান  

গ ধ = গ্ধ - মুগ্ধ, দুগ্ধ 

গ ন = গ্ন - ভগ্ন, মগ্ন, নগ্ন, লগ্ন  

 (কিন্তু রুগ্​ণ)
       গ+ণ → কোনও যুক্তবর্ণ নেই৤          

গ ম = গ্ম - বাগ্মী, যুগ্ম 

গ য = গ্য -  আরোগ্য, ভোগ্য, যোগ্য
গ র = গ্র - গ্রাম, অগ্রিম, উগ্র, গ্রুপ [গ্রু=গ্রু]

গ ল = গ্ল - গ্লানি, গ্লাস
    

গ ব = গ্ব -  ঋগ্বেদ, দিগ্বিজয়

ঘ ন = ঘ্ন - বিঘ্ন

ঘ য = ঘ্য -  শ্লাঘ্য
ঘ র = ঘ্র -  ঘ্রাণ, শীঘ্র, আঘ্রাত
ঘ ব = ঘ্ব -  লঘ্বী

ঙ ক = ঙ্ক - অঙ্ক, ডঙ্কা, শঙ্কা
  
ঙ খ = ঙ্খ - শঙ্খ, শৃঙ্খল
 
ঙ গ = ঙ্গ - ভঙ্গী, সঙ্গী

ঙ ঘ = ঙ্ঘ - সঙ্ঘ, জঙ্ঘা
ঙ ম = ঙ্ম - বাঙ্ময় 
চ চ = চ্চ - উচ্চ
চ ছ = চ্ছ - আচ্ছা, উচ্ছে 
 
চ ঞ = চ্ঞ -  যাচ্ঞা 
চ য = চ্য -  আলোচ্য, বাচ্য, চ্যবন, অচ্যুত
ছ য = ছ্য -  ছ্যুৎ, ছ্যাকড়া-গাড়ি
জ জ = জ্জ - নিমজ্জিত, সজ্জন 
জ ঝ = জ্ঝ - কুজ্ঝটিকা 
     
জ ঞ = জ্ঞ -  জ্ঞান, বিজ্ঞ, বিজ্ঞান (বিঞ্জাঞ+জ  নহে)
জ য = জ্য -  রাজ্য, জ্যামিতি, জ্যোতি
জ র = জ্র -  বজ্র
জ ব = জ্ব -  জ্বর, জ্বালা  
ঞ চ = ঞ্চ - অঞ্চল, চঞ্চু, কিঞ্চিৎ 
 
ঞ ছ = ঞ্ছ -  লাঞ্ছনা, বাঞ্ছা, বাঞ্ছিত 
ঞ জ = ঞ্জ -  গঞ্জ, গুঞ্জন, রঞ্জিত, স্পঞ্জ্ 
         
ঞ ঝ = ঞ্ঝ -  ঝঞ্ঝা, ঝঞ্ঝাট
ঞ য = ঞ্য -  ঞ্যন্ত
ট ট = ট্ট - অট্টালিকা, ঠাট্টা
ট ম = ট্ম - কুট্মল 
ট য = ট্য -  নাট্য, অকাট্য
ট র = ট্র -  ট্রাম, ট্রেন, মেট্রোরেল                
ট ব = ট্ব -  খট্বা, পট্বী
ঠ য = ঠ্য -  পাঠ্য, শাঠ্য, লাঠ্যৌষধ
ড ড = ড্ড - আড্ডা, বড্ডো, গড্ডলিকা  (গড্ডালিকা নহে)
ড ম = ড্ম - কুড্মল
ড য = ড্য -  জাড্য
ড র = ড্র -  ড্রাম, ড্রাগন                     
ড ব = ড্ব -  অনড্বান
ঢ য = ঢ্য -  ধনাঢ্য, আঢ্য
ঢ র = ঢ্র -  মেঢ্র
ণ ট = ণ্ট - ঘণ্টা, কণ্টক 
                   
ণ ঠ = ণ্ঠ - কণ্ঠ, লুণ্ঠন 
    
ণ ড = ণ্ড - মণ্ডপ, পাণ্ডুর, মণ্ডল, ভণ্ড 
 
          প্রাচীন দিনে ণ লেখা হত ল-এর মতো করে৤   দুটি বর্ণের মধ্যে তফাৎ বোঝা কঠিন হত৤ ল-এর মাত্রা ছিলণ-এর() মাত্রা ছিল না৤ 
এটাই হাতে করে লেখা হত ‎‎, প্রাচীন ‎পাণ্ডুলিপিতে তেমনই দেখা যায়৤ ‎

ণ ঢ = ণ্ঢ - ঢুণ্ঢন
  ণ = ণ্ণ - ষণ্ণবতি(=সংখ্যা ৯৬), বিষণ্ণ
ণ ম = ণ্ম - চিণ্ময়, হিরণ্ময়, মৃণ্ময় 
ণ য = ণ্য -  অরণ্য, ঘৃণ্য, আনৃণ্য

ণ ব = ণ্ব -  অণ্বী
ত ত = ত্ত(ত্ত) -  উত্তম, উত্তর, সত্তর 
ত থ  = ত্থ -  উত্থান, উত্থাপন 
ত ন  = ত্ন -  যত্ন, রত্ন, পত্নী 
ত ম = ত্ম -  আত্ম, আত্মীয়
ত য = ত্য -  সত্য, ভৃত্য, অত্যাচার

ত র = ত্র -  পুত্র, মিত্র, ত্রাণ, ত্রুটি 
                                             
ত ব = ত্ব -  ত্বদীয়, মাতৃত্ব, সত্বর, ত্বরা
থ য = থ্য -  কথ্য, মিথ্যা, তথ্য
থ র = থ্র -  থ্রো, থ্রু 
থ ব = থ্ব -  পৃথ্বী
দ গ = দ্গ -  মুদ্গর, উদ্গীরণ [দ্গ]
দ ঘ = দ্ঘ -  উদ্ঘাটন, উদ্ঘোষণা [দ্ঘ]
দ দ = দ্দ -  খদ্দর, খদ্দের [দ্দ]
দ ধ = দ্ধ -  উদ্ধার, উদ্ধৃত [দ্ধ]
দ ভ = দ্ভ -  উদ্ভাবন, উদ্ভব [দ্ভ]
দ ম = দ্ম -  পদ্ম, পদ্মাসন [দ্ম]   
              
দ য = দ্​য/দ্‍য -  উদ্​যাপন/উদ্‍যাপন, উদ্​যোগ/উদ্‍যোগ = উদ্যোগ
দ য = দ্য -  বিদ্যা, সদ্য, খাদ্য, দ্যূত, সদ্যতন, উদ্যোগ

দ র = দ্র -  ভদ্র, মুদ্রা, দ্রবণ, দ্রুত, বিদ্রূপ  

[ দ্রু=দ্রু, দ্রূ=দ্রূ ]
দ ব = দ্ব -  সুহৃদ্বর, দ্বার, বিদ্বান, উদ্বেগ
ধ ন = ধ্ন -  গৃধ্নু [ধ্ন]
ধ ম = ধ্ম -  আধ্মাত [ধ্ম]
ধ য = ধ্য -  বাধ্য, সাধ্য, ধ্যান, অসাধ্য
ধ র = ধ্র -  ধ্রুপদ, ধ্রুব [ ধ্রু= ধ্রু]

ধ ব = ধ্ব -  ধ্বস, বিধ্বস্ত [ধ্ব] 

ন ট = ন্ট -  কন্টাই, শান্টিং, হান্টার-সু [ন্ট]
ন ড = ন্ড -  লন্ডন, বন্ড্, ফান্ড্ [ন্ড] 
ন ত = ন্ত -  শান্ত, অন্তর, ক্লান্ত, কিন্তু [ন্ত, ন্তু=ন্তু]

ন থ = ন্থ -  পান্থ [ন্থ]

ন দ = ন্দ -  আনন্দ, নিন্দা, পছন্দ, অলিন্দ [ন্দ]   
ন ধ = ন্ধ -  গন্ধ, বন্ধ, সিন্ধু [ন্ধ]

ন ন = ন্ন -  অন্ন, ভিন্ন, আচ্ছন্ন, সন্না [ন্ন]               
ন ম = ন্ম -  জন্ম, উন্মন [ন্ম]

ন য = ন্য -  ধন্য, বন্য, সৈন্য, ন্যায়        
ন ব = ন্ব -  তন্বী, অন্বয় [ন্ব]

ন স = ন্স -  পেন্সিল, মুন্সেফ, লেন্স [ন্স]

প ট = প্ট -  কিপ্টে, লেপ্টে, হেলিকপ্টার [প্ট]
প ত = প্ত -  লিপ্ত, তপ্ত, আপ্ত, সপ্ত [প্ত]
প ন = প্ন -  কপ্নী, স্বপ্ন [প্ন]
প প = প্প -  খাপ্পা, চপ্পল, তাপ্পি [প্প]   

                 
= প্য -  রৌপ্য, দীপ্য
প র = প্র -  প্রাপ্ত, প্রাণ, ক্ষিপ্র, প্রশ্ন, প্রুফ [প্রু= প্রু]

প ল = প্ল -  প্লাবন, প্লাগ, প্লেট, প্লীহা [প্ল]                 
প স = প্স -  লিপ্সা, জুগুপ্সা [প্স]  
ফ র = ফ্র -  ফ্রক, আফ্রিকা, কাফ্রি            
ফ ল = ফ্ল -  ফ্লিট, ফ্লোর [ফ্ল]  
                       
ব জ = ব্জ -  কব্জা, সব্জি, লব্জ, কুব্জ [ব্জ]

ব দ = ব্দ -  শব্দ, বঙ্গাব্দ, জব্দ, অব্দ [ব্দ]
ব ধ = ব্ধ -  লব্ধ [ব্ধ]

ব ব = ব্ব -  বাব্বা, সব্বার, চব্বিশ, আব্বা [ব্ব]
ব ল = ব্ল -  ব্লেড, ব্লগ [ব্ল]         
ব্রু=ব্রু, ব্রূ  

ভ য = ভ্য - সভ্য, লভ্য, অভ্যাস
ভ র = ভ্র -  ভ্রমণ, বিভ্রম, ভ্রান্ত, ভ্রুকুটি, ভ্রু-লতা, ভ্রূণ [ভ্র, ভ্রু=ভ্রু,  ভ্রূ=ভ্রূ ] 

ভ ল = ভ্ল -  ভ্লাদিমি [ভ্ল]




ম ন = ম্ন -  নিম্ন [ম্ন]
ম প = ম্প -  কম্প, ঝম্প, সাম্পান [ম্প]
ম ফ = ম্ফ -  লম্ফ, গুম্ফা [ম্ফ]                      
ম ব = ম্ব -  নিম্ব, লম্ব, অম্বর [ম্ব]
ম ভ = ম্ভ -  সম্ভব, দম্ভ, গম্ভীর [ম্ভ]
ম ম = ম্ম -  সম্মান(সন্​মান/সন্মান নহে), জিম্মা, আম্মা [ম্ম]

ম য = ম্য -  অগম্য, রম্য, ভ্রাম্যমাণ
ম র = ম্র -  বিনম্র, আম্র, আম্রাতক                   
ম ল = ম্ল -  ম্লান, অম্ল, অম্লান [ম্ল]
য য = য্য -  সাহায্য, শয্যা                      
র ঋ = ঋর্‍ -  নৈঋর্‍ত (ঋর্‍ যুক্তবর্ণ নয়, ব্যঞ্জনবর্ণে স্বরবর্ণ যোগ হয়েছে৤ প্রয়োগটি দেখানো হল)
র ক = র্ক -  তর্ক, অর্কিড
র খ = র্খ -  মূর্খ, মূর্খামি
র গ = র্গ -  বর্গ, বর্গি, দুর্গম
র ঘ = র্ঘ -  দুর্ঘট, নির্ঘণ্ট
র চ = র্চ -  চর্চা, চর্চিত
র ছ = র্ছ -  মূর্ছা, মূর্ছিত
র জ = র্জ -  গর্জন, বর্জন
র ঝ = র্ঝ -  নির্ঝর, নির্ঝরিণী
র ট = র্ট -  শার্ট, কোর্ট, আর্ট                  
র ড = র্ড -  কার্ড, গার্ড, অর্ডার
র ণ = র্ণ -  পর্ণ, জীর্ণ, পূর্ণিমা, বর্ণ
র ত = র্ত -  শর্ত, গর্ত, শীতার্ত
র থ = র্থ -  অর্থ, অনর্থ
র দ = র্দ -  ফর্দ, কর্দম, জর্দা                  
র ধ = র্ধ -  অর্ধ, বর্ধিত
র ন = র্ন -  দুর্নয়, ঝর্না    (ঝর্ণা নহে)
র প = র্প -  সর্প, কার্পাস, দর্প               
র ফ = র্ফ -  অর্ফিউস          
র ভ = র্ভ -  নির্ভয়, দুর্ভাবনা
র ম = র্ম -  কর্ম, চর্ম, বর্ম, নির্মাণ             
র য = র্য -  কার্য, ধার্য, কদর্য
র র = র্র -  বহির্রাজ্য
র ল = র্ল -  নির্লোম, দুর্লভ
র ব = র্ব -  সর্ব, গর্ব, দুর্বার
র শ = র্শ -  দর্শন, দর্শক, বর্শা               
র ষ = র্ষ -  বর্ষা, সর্ষে, হর্ষ                   
র স = র্স -  উর্সনি, ভার্সাই
র হ = র্হ -  অন্তর্হিত, গর্হিত
র ৎ =  ৎর্‍ - ভৎর্‍সনা, হাৎর্‍জ
ল ক = ল্ক -  হাল্কা, শুল্ক, কল্কে, চিল্কা [ল্ক]                       
ল গ = ল্গ -  ফল্গু, বল্গা [ল্গ, ল্গু=ল্গু]
ল ট = ল্ট -  বল্টু, পল্টন, পাল্টা [ল্ট]
ল ড = ল্ড -  বোল্ডার, গোল্ড্, কোল্ড্, শিল্ড্ [ল্ড]
ল প = ল্প -  অল্প, গল্প, তল্পি [ল্প]
ল ফ = ল্ফ -  গুল্ফ [ল্ফ]
ল ম = ল্ম -  গুল্ম, বল্মিক, বাল্মিকী [ল্ম]

ল য = ল্য -  কল্য, শল্য, কল্যাণ
ল ল = ল্ল -  হল্লা, পাল্লা, রসগোল্লা [ল্ল] 
                        
ল ব = ল্ব -  বিল্ব
ব য = ব্য -  অব্যয়, ব্যয়, ব্যক্ত
ব র = ব্র -  ব্রত, বিব্রত [ব্রু= ব্রু, ব্রূ= ব্রূ ]



শ চ = শ্চ -  পশ্চিম, নিশ্চয়, পশ্চাৎ, পুনশ্চ [শ্চ]
শ ছ = শ্ছ -  নিশ্ছায়া, নিশ্ছিদ্র [শ্ছ]
শ ন = শ্ন -  অশ্ন, প্রশ্ন [শ্ন]
শ ম = শ্ম -  জীবাশ্ম, শ্মশান [শ্ম]

শ য = শ্য -  দৃশ্য, অবশ্য
শ র = শ্র -  শ্রাবণ, শ্রী, শ্রদ্ধা, শ্রম, বিশ্রাম, অশ্রু, শুশ্রূশা [ শ্রু=শ্রু, শ্রূ=শ্রূ ]

শ ল = শ্ল -  শ্লীল, শ্লীপদ [শ্ল]
শ ব = শ্ব -  অশ্ব, বিশ্ব, শ্বাপদ, শ্বশ্রূ
ষ ক = ষ্ক -  শুষ্ক, নিষ্কাশিত, পুষ্করিণী [ষ্ক]          
ষ ট = ষ্ট -  অষ্ট, কষ্ট, দৃষ্ট, বৃষ্টি [ষ্ট]            
ষ ঠ = ষ্ঠ -  গোষ্ঠ, ওষ্ঠ, সৌষ্ঠব [ষ্ঠ]             
ষ ণ = ষ্ণ(ষ্ণ) -  কৃষ্ণ, তৃষ্ণা [ষ্ণ]     
প্রাচীন দিনে ‘ণ’ =
  লেখা হত ল-এর  
  মতো করে৤ দুটি বর্ণের মধ্যে তফাত বোঝা কঠিন হত৤ তাই ষ্‌+ণ=ষ৏  গঠন বোঝাও কঠিন হত৤ দেখে এটি ষ্‌+ঞ = ষ৏    মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়৤   

 
"স্মরণযোগ্য: ঞ-এর আকৃতিগত প্রভাবেই পঞ্চদশ শতাব্দীর  
[ ]

=
 (ষ্+ণ), অষ্টাদশ শতকে এসে ক্রমান্বয়ে


-রূপে পরিণত হয়েছিল" বাংলাদেশের বিশেষজ্ঞ মুহম্মদ শাহজাহান মিয়া "বাংলা পাণ্ডুলিপি পাঠসমীক্ষা" [বাংলা একাডেমী:ঢাকা, বাংলাদেশ, প্রথম প্রকাশ, ফেব্রুয়ারি-১৯৮৪, পৃঃ৪৪]। 

অর্থাৎ, অনুমান করা যাক, 



ষ প = ষ্প -  পুষ্প, নিষ্পাপ, বাষ্প [ষ্প]           
ষ ফ = ষ্ফ -  নিষ্ফল [ষ্ফ]
ষ ম = ষ্ম -  উষ্ম, গ্রীষ্ম, উষ্মা [ষ্ম]

ষ য = ষ্য -  তিষ্য, পোষ্য
ষ ব = ষ্ব -  পিতৃষ্বসা
স ক = স্ক -  তস্কর, স্কুল, পুরস্কার, নমস্কার, আস্কারা [স্ক] 
স খ = স্খ -  স্খলন, স্খালন, স্খলিত [স্খ]
স ট = স্ট -  স্টার, স্টোর, স্টিমার [স্ট]           
স ত = স্ত -  স্তর, বাস্তু, অস্তগত [স্ত, স্তু=স্তু] 
স থ = স্থ -  স্থান, স্থির, স্থাণু, সুস্থির [স্থ]

স ন = স্ন -  স্নান, হাস্নুহানা, স্নেহ, স্নিগ্ধ [স্ন]
স প = স্প -  স্পষ্ট, আস্পদ, স্পৃহা [স্প]
স ফ = স্ফ -  স্ফটিক, বিস্ফারিত, আস্ফালন [স্ফ]
স ম = স্ম -  অস্মি, স্মোক, স্মার্ট [স্ম]
স য = স্য -  আস্য, সদস্য, স্যন্দন
স র = স্র -  সহস্র, স্রোত, পরিস্রুত [ স্রু ]

স ল = স্ল -  স্লেট, স্লিপার [স্ল]
স ব = স্ব -  স্বর, ভাস্বর [স্ব]
হ ণ = হ্ণ -  অপরাহ্ণ, প্রাহ্ণ [হ্ণ]
হ ন = হ্ন -  চিহ্ন, অহ্ন [হ্ন] 
হ ম = হ্ম -  ব্রহ্মপুত্র, ব্রহ্মাণ্ড [ হ্ম= হ্ম ]

হ য = হ্য -  দাহ্য, সহ্য
হ র = হ্র -  হ্রদ, হ্রস্ব
হ ল = হ্ল -  আহ্লাদ, কহ্লার [হ্ল]
হ ব = হ্ব -  গহ্বর, জিহ্বা
ড় গ = ড়্গ -  খড়্গ, খড়্গপুর [ড়্গ]                

              দুইবর্ণ মোট=২১১

পুরানো গঠনের মন্ডরূপ--






তিন বর্ণের সংযুক্ত রূপ :--

ক ট র = ক্ট্র - ফ্যাক্ট্রি [ ক্ট্র ]
ক ত য = ক্ত্য - পৌনরুক্ত্য [ ক্ত্য ]
ক ত র = ক্ত্র - বক্ত্র [ ক্ত্র ]
ক ন য = ক্ন্য - ক্ন্যুট হ্যামসুন [ ক্ন্য ]
ক য ‍ং = ক্যং - বাক্যাংশ
ক র ‌‌‍ং = ক্রং - বক্রাংশু [ ক্রং ]
ক ল য = ক্ল্য - শৌক্ল্য [ ক্ল্য ]
ক ষ ণ = ক্ষ্ণ - তীক্ষ্ণ [ ক্ষ্ণ ]
ক ষ ম = ক্ষ্ম - সূক্ষ্ম [ ক্ষ্ম ]
ক ষ য = ক্ষ্য - ভক্ষ্য
ক ষ ব = ক্ষ্ব - ইক্ষ্বাকু [ ক্ষ্ব ]
ক ষ ‍ং = ক্ষং - অক্ষাংশ
ক ষ ‍ঃ = ক্ষঃ - চক্ষুঃশূল
ক ষ  ‍ঁ = ক্ষঁ - ক্ষুঁয়া  
গ ধ য = গ্ধ্য - বৈদগ্ধ্য [ গ্ধ্য ]
গ ন য = গ্ন্য - অগ্ন্যুৎপাত [ গ্ন্য ]
গ ন ‍ং = গ্নং - ভগ্নাংশ [ গ্নং ]
গ র য = গ্র্য - অগ্র্য
ঘ ন য = ঘ্ন্য- অঘ্ন্য [ ঘ্ন্য ]
ঙ ক য = ঙ্ক্য - অঙ্ক্য [ ঙ্ক্য ]
ঙ ক র = ঙ্ক্র - সঙ্ক্রমণ [ ঙ্ক্র ]
ঙ ক ষ = ঙ্ক্ষ - দুরাকাঙ্ক্ষ [ ঙ্ক্ষ ]
ঙ খ য = ঙ্খ্য - সাঙ্খ্য [ ঙ্খ্য ]
ঙ গ য = ঙ্গ্য - ব্যঙ্গ্য [ ঙ্গ্য ]
ঙ গ ‍ঃ = ঙ্গঃ - অঙ্গঃ [ ঙ্গঃ ]
ঙ ঘ য = ঙ্ঘ্য - অলঙ্ঘ্য [ ঙ্ঘ্য ]
ঙ ঘ র = ঙ্ঘ্র - অঙ্ঘ্রি [ ঙ্ঘ্র ]
ঙ ঘ ‍ঃ = ঙ্ঘঃ - অঙ্ঘঃ [ ঙ্ঘঃ ]
চ চ ‍ঃ = চ্চঃ - উচ্চৈঃস্বরে [ চ্চঃ ]
চ ছ র = চ্ছ্র - কৃচ্ছ্র  [ চ্ছ্র ]
চ ছ ব = চ্ছ্ব - উচ্ছ্বাস [ চ্ছ্ব ]
জ জ ব = জ্জ্ব - উজ্জ্বল [ জ্জ্ব ]
ণ ঠ য = ণ্ঠ্য - কণ্ঠ্য [ ণ্ঠ্য ]
ণ ড য = ণ্ড্য - পাণ্ড্য [ ণ্ড্য ]
ণ ড র = ণ্ড্র - ত্রিপুণ্ড্রক [ ণ্ড্র ]
ত ত য = ত্ত্য - বৈচিত্ত্য [ ত্ত্য ]
ত ত র = ত্ত্র - পৌত্ত্রিক [ ত্ত্র ]
ত ত ব = ত্ত্ব - মহত্ত্ব [ ত্ত্ব ]
ত ন য = ত্ন্য - সাপত্ন্য [ ত্ন্য ]
ত ম য = ত্ম্য - মাহাত্ম্য [ ত্ম্য ]
ত য ‍ং = ত্যং - বৃত্যংশ [ ত্যং ]
ত র য = ত্র্য - বৈচিত্র্য [ ত্র্য ]
ত র ‍ং = ত্রং - ত্রিংশ [ ত্রং ]
দ দ য = দ্দ্য - উদ্দ্যোতন [ দ্দ্য ]
দ দ ব = দ্দ্ব - তদ্দ্বারা [ দ্দ্ব ]
দ দ ‍ং = দ্দং - উদ্দংশ [ দ্দং ]
দ ধ য = দ্ধ্য - শুদ্ধ্যশুদ্ধি [ দ্ধ্য ]
দ ধ র = দ্ধ্র - যোদ্ধ্রী
দ ধ ব = দ্ধ্ব - উদ্ধ্বস্ত [ দ্ধ্ব ]
দ ভ র = দ্ভ্র - উদ্ভ্রান্ত [ দ্ভ্র ]
দ য ‍ঃ = দ্যঃ - সদ্যঃ
দ র য = দ্র্য - দারিদ্র্য
দ র ‍ং = দ্রং - ক্ষুদ্রাংশ
দ ব য = দ্ব্য - সদ্ব্যয়
দ ব ‍ং = দ্বং - সদ্বংশ
ধ ব ‍ং = ধ্বং - ধ্বংস [ ধ্বং ]
ন ট র = ন্ট্র - কন্ট্রোল [ ন্ট্র ]
ন ট ‍ং = ন্টং - প্রিন্টিং [ ন্টং ]                      
ন ড র = ন্ড্র - লন্ড্রি [ ন্ড্র ]                   
ন ত য = ন্ত্য - অচিন্ত্য
ন ত র = ন্ত্র - যন্ত্র [ ন্ত্র ]
ন ত ব = ন্ত্ব - সান্ত্বনা [ ন্ত্ব ]
ন ত ‍ঃ = ন্তঃ - অন্তঃস্থ [ ন্তঃ ]
ন দ য = ন্দ্য - অগ্নিমান্দ্য [ ন্দ্য ]
ন দ র = ন্দ্র - চন্দ্র [ ন্দ্র ]
ন দ ব = ন্দ্ব - দ্বন্দ্ব [ ন্দ্ব ]
ন দ ‍ং = ন্দং - সন্দংশ [ ন্দং ]
ন দ ‍ঃ = ন্দঃ - ছন্দঃ
ন ধ য = ন্ধ্য - সান্ধ্য [ ন্ধ্য ]
ন ধ র = ন্ধ্র - রন্ধ্র [ ন্ধ্র ]
ন ধ ‍ঃ = ন্ধঃ - অমৃতন্ধাঃ [ ন্ধঃ ]
ন ন য = ন্ন্য - সন্ন্যস্ত [ ন্ন্য ]
প ত র = প্ত্র - প্রাপ্ত্রী [ প্ত্র ]
প র ‍ং = প্রং - শালপ্রাংশু
ফ র  ‍ঁ = ফ্রঁ - ফ্রাঁসোয়া
ব ধ য = ব্ধ্য - অব্ধ্যগ্নি [ ব্ধ্য ]
ব ধ র = ব্ধ্র - লব্ধ্রিম [ব্ধ্র]
ব ব ‍ঃ = ব্বঃ - বাব্বাঃ [ ব্বঃ ]
ব ভ র = ব্ভ্র - অব্ভ্র [ ব্ভ্র ]                
ব র  ‍ঁ = ব্রঁ - রেমব্রাঁ
ব ল য = ব্ল্য - ডব্ল্যু
ভ য ‍ং = ভ্যং - লভ্যাংশ
ভ র ‍ং = ভ্রং - ভ্রংশ [ ভ্রং ]
ম প য = ম্প্য - অনুকম্প্য [ ম্প্য ]
ম প র = ম্প্র - সম্প্রীতি [ ম্প্র ]
ম প ‍ং = ম্পং - কালিম্পং [ ম্পং ]
ম ব র = ম্ব্র - কেম্ব্রিজ [ ম্ব্র ]
ম ভ র = ম্ভ্র - সম্ভ্রম [ ম্ভ্র ]
ম ভ ‍ঃ = ম্ভঃ - অম্ভঃসার [ ম্ভঃ ]
র ক ত = র্ক্ত - অগ্রবর্ক্তী [ র্ক্ত ]
র ক য = র্ক্য - অতর্ক্য
র গ য = র্গ্য - গার্গ্য
র গ র = র্গ্র - নির্গ্রন্থ
র ঘ য = র্ঘ্য - দৈর্ঘ্য
র ঙ গ = র্ঙ্গ - শার্ঙ্গদেব [ র্ঙ্গ ]
র চ ছ = র্চ্ছ - মূর্চ্ছা [ র্চ্ছ ]
র চ য = র্চ্য - অর্চ্য
র চ ‍ঃ = র্চঃ - ঘৃতার্চিঃ
র জ ঞ = র্জ্ঞ - দুর্জ্ঞেয়
র জ য = র্জ্য - অন্তর্জ্যোতিঃ
র জ ‍ঃ = র্জঃ - ঊর্জঃ
র ট র = র্ট্র - বার্ট্রান্ড্ রাসেল
র ঢ য = র্ঢ্য - দার্ঢ্য
র ণ য = র্ণ্য - বৈবর্ণ
র ণ ‍ঃ = র্ণঃ - অর্ণঃ
র ত ম = র্ত্ম - গিরিবর্ত্ম [ র্ত্ম ]               
র ত য = র্ত্য - অমর্ত্য
র ত র = র্ত্র - কর্ত্রী  [ র্ত্রী ]
র থ য = র্থ্য - সামর্থ্য
র থ ‍ং = র্থং - চতুর্থাংশ
র দ ধ = র্দ্ধ - অর্দ্ধ [র্দ্ধ]
র দ য = র্দ্য - সৌহার্দ্য
র দ র = র্দ্র - স্নেহার্দ্র
র দ ব = র্দ্ব - নির্দ্বন্দ্ব [ র্দ্ব ]
র দ ‍ঃ = র্দঃ - বুর্দঃ
র ধ য = র্ধ্য - অনবরার্ধ্য
র ধ ব = র্ধ্ব - ঊর্ধ্ব [ র্ধ্ব ]
র ধ ‍ং = র্ধং - অর্ধাংশ
র প য = র্প্য - অর্প্য
র প ‍ঃ = র্পঃ - সর্পিঃ
র ব ভ = র্ব্ভ - গর্ব্ভ [ র্ব্ভ ]
র ভ য = র্ভ্য - সগর্ভ্য
র ভ ‍ং = র্ভং - আর্ভিং
র ম য = র্ম্য - হর্ম্য
র ম ‍ং = র্মং - বার্মিংহাম
র ল ‍ং = র্লং - ফার্লং
র ব য = র্ব্য - নির্ব্যূঢ়
র ব ‍ং = র্বং - সর্বাংশ
র শ য = র্শ্য - কার্শ্য
র শ ব = র্শ্ব - পার্শ্ব
র শ ‍ঃ = র্শঃ - অর্শঃ
র ষ ট = র্ষ্ট - ধার্ষ্টামো [ র্ষ্ট ]
র ষ ণ = র্ষ্ণ - বার্ষ্ণেয় [ র্ষ্ণ ]
র ষ য = র্ষ্য - হর্ষ্যক্ষ
র স ট = র্স্ট - আমহার্স্ট [ র্স্ট ]
র স য = র্স্য - মার্স্যেল্‌জ্
র স ‍ঃ = র্সঃ - অর্সঃ
র হ ‍ঃ = র্হঃ - বর্হিঃ
ল ক য = ল্ক্য - যাজ্ঞবল্ক্য [ ল্ক্য ]
ল প য = ল্প্য - কল্প্য [ ল্প্য ]
ব য ‍ং = ব্যং - ব্যংসক
শ চ য = শ্চ্য - অবশ্চ্যুত [ শ্চ্য ]
শ ব ‍ঃ = শ্বঃ - পরশ্বঃ [ শ্বঃ ]
ষ ক র = ষ্ক্র - নিষ্ক্রিয় [ ষ্ক্র ]
ষ ক ব = ষ্ক্ব - নিষ্ক্বাথ [ ষ্ক্ব ]
ষ ট য = ষ্ট্য - বৈশিষ্ট্য [ ষ্ট্য ]
ষ ট র = ষ্ট্র - রাষ্ট্র, উষ্ট্র [ ষ্ট্র ]                      
ষ ট ‍ং = ষ্টং - অবশিষ্টাংশ [ ষ্টং ]
ষ ঠ য = ষ্ঠ্য - অনুষ্ঠ্যুত [ ষ্ঠ্য ]
ষ ঠ ‍ং = ষ্ঠং - শ্রেষ্ঠাংশে [ ষ্ঠং ]
ষ ণ য = ষ্ণ্য - ঔষ্ণ্য [ ষ্ণ্য ]
ষ প র = ষ্প্র - দুষ্প্রাপ্য [ষ্প্র]
ষ ম য = ষ্ম্য - ঔষ্ম্য [ ষ্ম্য ]
স ক র = স্ক্র - ইস্ক্রু [ স্ক্র ]
স ট র = স্ট্র - অস্ট্রেলিয়া, স্ট্রিট [ স্ট্র ]
স ট ‍ং = স্টং - হেস্টিংস [ স্টং ]
স ত য = স্ত্য - পুলস্ত্য [ স্ত্য ]
স ত র = স্ত্র - বস্ত্র [ স্ত্র ]   
স ত ব = স্ত্ব - অন্তস্ত্বক্ [ স্ত্ব ]
স ত  ‍ঁ = স্তঁ - গুলিস্তাঁ [ স্তঁ ]
স থ য = স্থ্য - স্বাস্থ্য [ স্থ্য ]
স ন য = স্ন্য - কাৎর্‍স্ন্য  [ স্ন্য ]
স প র = স্প্র - স্প্রে [ স্প্র ]            
স প ল = স্প্ল - স্প্লিট, স্প্লেনডিড [ স্প্ল ]
স ফ ‍ং = স্ফং - স্ফিংস [ স্ফং ]              
স র ‍ং = স্রং - স্রংসন
স ব ‍ঃ = স্বঃ - স্বঃ [ স্বঃ ]
হ ম য = হ্ম্য - ব্রাহ্ম্য [ হ্ম্য ]


       তিনবর্ণ মোট=১৬৮



চার বর্ণের সংযুক্ত রূপ :--
ক ষ ণ য = ক্ষ্ণ্য __ তৈক্ষ্ণ্য [ ক্ষ্ণ্য ]
ক ষ ম য = ক্ষ্ম্য __ সৌক্ষ্ম্য [ ক্ষ্ম্য ]
ঙ ক ষ য = ঙ্ক্ষ্য __ সংঙ্ক্ষ্যক [ ঙ্ক্ষ্য ]
ত র য ‍ং = ত্র্যং __ ত্র্যংশ [ ত্র্যং ]
দ ব য ‍ং = দ্ব্যং __ দ্ব্যংশ [ দ্ব্যং ]
ন ত য ‍ং = ন্ত্যং __ ক্রান্ত্যংশ [ ন্ত্যং ]
ন ত র য = ন্ত্র্য __ স্বাতন্ত্র্য [ ন্ত্র্য ]
ন দ র ‍ং = ন্দ্রং __ চন্দ্রাংশু [ ন্দ্রং ]
ন ধ য ‍ং = ন্ধ্যং __ সন্ধ্যাংশ [ ন্ধ্যং ]
র দ ধ ব = র্দ্ধ্ব __ ঊর্দ্ধ্বে [ র্দ্ধ্ব ]
র দ ধ ‍ং = র্দ্ধং __ অর্দ্ধাংশ [ র্দ্ধং ]
র ব ভ য = র্ব্ভ্য __ সগর্ব্ভ্য [ র্ব্ভ্য ]
র ষ ণ য = র্ষ্ণ্য __ বার্ষ্ণ্য [ র্ষ্ণ্য ]
স ট র ‍ং = স্ট্রং __ স্ট্রিং [ স্ট্রং ]
স ত র ‍ং = স্ত্রং __ চতুস্ত্রিংশ [ স্ত্রং ]
স প র ‍ং = স্প্রং __ স্প্রিং [ স্প্রং ]                

              চারবর্ণ মোট=১৬



এখানে সকল উদাহরণই প্রথম বর্ণের প্রেক্ষিতে বিচার করা হয়েছে৤ পরবর্তী বর্ণকে চালক বর্ণ ধরা হয়নি৤ যেমন অহং, অহঃ, গঁদ, রঁদা(Rodin) ইত্যাদিতে অনুস্বর(ং), বিসর্গ(ঃ), চন্দ্রবিন্দু( ঁ ) সব কটিই দ্বিতীয় বর্ণ, বা দ্বিতীয় অবস্থানের বর্ণ৤ এই বর্ণগুলি কখনও সূচনাবর্ণ(initial letter) হতে পারে না৤ 


ধারক বাক্য৤ এক বাক্যে বাংলা বর্ণমালা৤
       বাংলায় স্বরবর্ণ এগারোটি(১১), এবং ব্যঞ্জনবর্ণ [অন্তস্থ-ব(ৱ) ধরে] ৪০টি৤ সব মিলিয়ে বাংলায় মোট বর্ণ একান্নটি(৫১)৤ এছাড়া, স্বরবর্ণ চিহ্ন আছে দশটি(১০), এবং ফলা(ব্যঞ্জন চিহ্ন) আছে আটটি(৮)৤ এর সবগুলি অর্থাৎ স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ-চিহ্ন (তথা কার-চিহ্ন), এবং ব্যঞ্জনবর্ণ-চিহ্ন(তথা ফলা চিহ্ন) নিয়ে বাক্যটি তৈরি হয়েছে৤

ধারক বাক্য


বিষণ্ণ ঔদাসীন্যে ঊষাবৌদি বাংলাভাষায় প্রচলিত ঈশপের নিখুঁত গল্পটির ডালপালা অর্ধেক ছড়াতেই ঋতু ভুঁইঞা আর ঐন্দ্রিলা ধড়ফড়িয়ে দারুণ হৈ-হৈ করে উঠল-- ওঃ, ব্যাস্ এবার থামো তো, বুঝেছি বড্ডো পুরানো ঢঙের কেমন এক গল্প যার নীতিবাক্য হল,“মূঢ় আড়ম্বর ও আত্মশ্লাঘার ফল জীবনে বিঘ্ন ও বৃহৎ ক্ষতি”-- তাই না, এ্যাঁ? ০১২৩৪৫৬৭৮৯   ৳৫৬/-   ৉৫৬/-      


পাঠকেরা যদি কোনও ত্রুটি দেখতে পান, সেরকম সম্ভাবনা তো আছেই, বা তাঁদের যদি কোনও প্রকার পরামর্শ থাকে তবে দয়া করে জানাবেন৤
-------------------------------------------------------------------
নিবন্ধটি অহনলিপি-বাংলা১৪ AhanLipi-Bangla14 ফন্টে লেখা৤
===========================================
লেখক নাম(pen name): মনোজকুমার দ. গিরিশ
নাম-- মনোজকুমার মিত্র
৯১/২, ডাঃ গিরীন্দ্রশেখর বসু রোড, মণীশ পার্ক, কোলকাতা-- ৭০০ ০৩৯ ফোন:২৩৪৩-৪৬৮৬ 
মোঃ ৯০৫১ ৫৩০৮ ১৬ 







দেখুন লিংক:


বাংলা যুক্তবর্ণ তালিকা-- দুই বর্ণ   http://banglamagna.blogspot.in/2017/07/blog-post.html

বাংলা যুক্তবর্ণ তালিকা-- তিনবর্ণ http://banglamagna.blogspot.in/2017/08/blog-post.html

বাংলা যুক্তবর্ণ তালিকা--চার বর্ণ  http://banglamagna.blogspot.in/2017/08/blog-post_14.html

 



















--------------------- ০০ ---
৩০/০৪/২০১০  --  ২৪/১০/২০১৪ শুক্রবার