Friday, July 28, 2017

বাংলা যুক্তবর্ণ তালিকা-দুই বর্ণ


মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী




 অহনলিপি-বাংলা১৪ ডাউনলোড লিংক:



অথবা

https://sites.google.com/site/ahanlipi/


বাংলা যুক্তবর্ণ তালিকা 


          প্রথমে দেখা যাক যুক্তবর্ণ বা যুক্তব্যঞ্জন কাকে বলে? 
নাম থেকেই স্পষ্ট যে দুটি ব্যঞ্জন যুক্ত হলে তাকে যুক্তব্যঞ্জন বলে৤ “শক্ত” শব্দে ‘ক্ত’ হল যুক্তব্যঞ্জন৤ আর ‘বংশ’ শব্দের “বং” প্রকৃতপক্ষে যুক্তব্যঞ্জন, কারণ অনুস্বর/অনুস্বার বর্ণমালায় ব্যঞ্জনভুক্ত৤ যদিও এটাকে তেমনভাবে যুক্তব্যঞ্জন মানতে আমাদের ধাঁধা লাগে৤ যদি ‘ক্ত’ জতীয় সংযোগকেই কেবলমাত্র যুক্তব্যঞ্জন বলে ধরা হয়, তবে বাংলায় বিশুদ্ধ যুক্তবর্ণ আছে ৩৯৫টি
         দুই বর্ণ, তিন বর্ণ এবং চার বর্ণ মিলে বাংলায় যুক্তব্যঞ্জন হয়৤ তার বেশি বর্ণের সংযোগ বাংলায় হয়না, অন্য ভাষায় অবশ্য আছে৤ 
         বাংলার এই যুক্তব্যঞ্জনগুলির অনেকগুলিই দলা পাকানো, বা মণ্ডহরফ৤ মণ্ডবর্ণ গঠনেও ভিন্নতা দেখা যায়৤ বিভিন্নভাবে লেখা বা ছাপার টাইপ তৈরির নানা সুবিধার বিবেচনায় এসব ভিন্নতা এসেছে৤ আটার দলার মতো দুটি বা তিনটি হরফ নিয়ে দলা পাকিয়ে লেখা চলে আসছে৤ কবে থেকে? বাংলাভাষার জন্ম থেকেই৤ বাংলায় গ্রহণ করা হয়েছে সংস্কৃত বর্ণমালা, কিন্তু তার ধ্বনিসমূহ বাংলায় সবক্ষেত্রে রক্ষিত হয়নি৤ ফলে বানানে এবং উচ্চারণে বেশ তফাত দেখা যায়৤ তবে সেটা যুক্তবর্ণের/যুক্তব্যঞ্জনের গঠন নিয়ন্ত্রণ করে না৤ হাতে করে লেখার সময়-সংক্ষেপ, এবং পরিশ্রম বাঁচানো এসব মণ্ডবর্ণের লক্ষ্য৤ 

যুক্তবর্ণ গঠনের সূত্র -- (১) 


 অম্ল, গন্ধ, খদ্দর 



(২)



 কম্প্র , আর্দ্র, স্প্লিট
 
  দীর্ঘ দিন ধরে অনুসন্ধান করে যে তথ্যগুলি পাওয়া গেছে তা নিচে দেওয়া হল

  চূড়ান্ত হিসেব--


দুই বর্ণ
তিন বর্ণ
চার বর্ণ
মোট
মোট
১৬৭+৩৯৫=
৫৬২
  
৫৬২+৮৪=

সর্বমোট=৬৪৬
ং ঃ ঁ
১০০
 ৫৪
১৩
 =১৬৭
বিশুদ্ধ
২১১
১৬৮
১৬
 =৩৯৫
এা-যুক্ত
 ৩১
 ৫৩
--
  =৮৪








৩৪২
২৭৫
২৯
৬৪৬





এই যুক্তবর্ণসমূহের মধ্যে সান্দ্র ধ্বনি= ৫৬


সান্দ্রধ্বনি হল অবিভাজ্য ধ্বনি সমবায় 

৫৬/৩৯৫=১৪.১৭৭২%=১৪.২% ; 

৫৬/৫৬২=৯.৯৬৪৪= ১০%; 

৩৯৫/৫৬২=৭০.২৮৪৬%=৭০.৩%   

৩৯৫/৬৪৬=৬১.১৪৫৫=৬১%


       এসব একটু দেখা যাক, নতুন যা হবে এবং পুরানো যা আছে,  বা  চালু ছিল তার একটি তালিকা দেখানো হল৤ 
       প্রথমে দেখানো হল, যেমন রূপ হবে, পরে দেখানো হল যা আছে বা ছিল তা পাশাপাশি, তুলনা করার সুবিধার জন্য৤




রাজা রামমোহন রায়


বাংলা যুক্তবর্ণ
প্রথমে দুইবর্ণ-- 

কখগঘঙ __

ব-ফলা সব সময়েই অন্তঃস্থ ব(ৱ)

 ক+ষ=ক্ষ 
(ক্‍ষ  এভাবে এটি স্বচ্ছ করা হবে না 
মোট ৩৯৫টি যুক্তবর্ণের মধ্যে দুটি

এভাবে মণ্ড করেই রাখতে হবে, এটি তার প্রথম৤ দ্বিতীয়টি হল জ+ঞ=জ্ঞ৤ এটি জ্‍ঞ করা হবে না৤ 
তাতে বাংলা উচ্চারণে সমস্যা হবে৤)










সুনীতিকুমার চট্টোপাধ্যায়



চছজঝঞ __


জ+ঞ=জ্ঞ
(জ্‍ঞ  এভাবে এটি স্বচ্ছ করা হবে না
মোট ৩৯৫টি যুক্তবর্ণের মধ্যে দুটি 
এভাবে মণ্ড করেই রাখতে হবে, এটি তার দ্বিতীয়৤
নয়তো উচ্চারণের সমস্যা হবে৤)






সুকুমার সেন



টঠডঢণ-- 





























কৃত্তিবাস ওঝা



তথদধন__





































































জগদীশচন্দ্র বসু




পফবভম__

































































পবিত্র সরকার





যরলবশষসহ__













































প্রাচীন দিনে ‘ণ’ =
  লেখা হত ল-এর  
  মতো করে৤ দুটি বর্ণের মধ্যে তফাত বোঝা কঠিন হত৤ তাই ষ্‌+ণ=ষ৏  গঠন বোঝাও কঠিন হত৤ দেখে এটি ষ্‌+ঞ = ষ৏    মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়৤   

 
"স্মরণযোগ্য: ঞ-এর আকৃতিগত প্রভাবেই পঞ্চদশ শতাব্দীর  
[ ]

=
 (ষ্+ণ), অষ্টাদশ শতকে এসে ক্রমান্বয়ে


-রূপে পরিণত হয়েছিল" বাংলাদেশের বিশেষজ্ঞ মুহম্মদ শাহজাহান মিয়া "বাংলা পাণ্ডুলিপি পাঠসমীক্ষা" [বাংলা একাডেমী:ঢাকা, বাংলাদেশ, প্রথম প্রকাশ, ফেব্রুয়ারি-১৯৮৪, পৃঃ৪৪]। 

অর্থাৎ, অনুমান করা যাক, 










































মুহম্মদ শহীদুল্লাহ





ড়ঢ়য়ৎংঃঁ __








এর পরে তিন বর্ণের জন্য ব্লগ 

তিনবর্ণ

 http://banglamagna.blogspot.in/2017/08/blog-post.html








Important Links গুরুত্বপূর্ণ লিংক   http://banglaabas.blogspot.in/