বাংলা নতুন-বানান Bangla Natun-Banan-চতুর্থ অংশ
বাংলা নতুন-বানান Bangla Natun-Banan-চতুর্থ অংশ
লেখাটি ‘অহনলিপি-বাংলা১৪’AhanLipi-Bangla14 ফন্টে
পড়লে লেখাটির উদ্দেশ্য স্পষ্ট হবে ফন্ট ফ্রি ডাউনলোড করার লিংক:
https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zipবাংলা নতুন-বানান Bangla Natun-Banan-চতুর্থ অংশ
(চারটি অংশ)
প্রথম তিনটি অংশ এর আগে প্রকাশিত হয়েছে--
প্রথমটি-- ২১/০২/২০১৩,
http://banglamagna.blogspot.in/2013/02/bangla-natun-banan.html
দ্বিতীয়টি-- ২৮/০২/২০১৩,
http://banglamagna.blogspot.in/2013/02/bangla-natun-banan_28.html
এবং তৃতীয়-- ২৮/০২/২০১৩ প্রকাশিত
http://banglamagna.blogspot.in/2013/02/bangla-natun-banan_9016.html
তৃতীয়টি ওভারলোড হওয়াতে তার শেষটুকু অন্য ব্লগে প্রকাশ করা হল সেটা অবশ্য আর একটি ব্লগের জায়গা দখল করে, এবং অধিকৃত ব্লগটি অন্য স্থানে ২৫/০৭/২০১৫ প্রকাশ করা হল ধারাবাহিকতা রক্ষার জন্য এটা করা হয়েছে
চতুর্থ-- ২৫/০৭/২০১৫ (যদিও তারিখ দেখানো আছে ২৭/০৮/২০১৫, আগের ব্লগ প্রকাশের তারিখ)
http://banglamagna.blogspot.in/2015/07/bangla-natun-banan.html
লেখাটি ‘অহনলিপি-বাংলা১৪’ AhanLipi-Bangla14 ফন্টে পড়লে লেখাটির উদ্দেশ্য স্পষ্ট হবে
বাংলা নতুন-বানান Bangla Natun-Banan
চতুর্থ অংশ(৪র্থ অংশ)
বাংলা ইউনিকোড ফন্ট "অহনলিপি-বাংলা১৪" বিনামূল্যে ডাউনলোড করুন লিংক:
https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip
কিংবা
https://sites.google.com/site/ahanlipi/
অথবা --
’বাংলা নতুন-বানান‘ রীতি প্রয়োগ করে লিখবার জন্য AALOY-FontGroup.zip থেকে অতিরিক্ত কিছু
ইউনিকোড ফন্ট ডাউনলোড করুন:
https://sites.google.com/site/ahanlipi/home/bangla-natun-banan-font/AALOY-FontGroup2014.zip
অনধিকারীর এই চেষ্টায়
চিন্তার অনেক খামতি অবশ্যই আছে
বাংলা নতুন-বানান
( চতুর্থ অংশ )
[চতুর্থ অংশ]
মনোজকুমার
দ. গিরিশ
মণীশ
পার্ক, কোলকাতা, ভারত
বাংলা নতুন-বানান Bangla Natun-Banan-চতুর্থ অংশ
বাংলা নতুন-বানান -৬৬
অতিরিক্ত
তথ্যপঞ্জী
বাংলা
হরফের সাদৃশ্যমূলক স্তর--
আগে ব্রাহ্মীলিপিতে ‘ক’ লেখা হত যেন ঠিক যোগচিহ্ন পরে নরম মাধ্যম ও নরম উপকরণে লেখার ফলে তাতে ক্রমে প্যাঁচ এসে গেল--
দ্রুত লিখতে গিয়ে এটা ঘটেছে কালির আঁচড় সরল রেখার গায়ে জুড়ে গেছে এভাবেই
সেই সরল হরফসমূহ ক্রমে জটিল হয়েছে
উপরের এই বিন্যাসটি অবশ্য সম্পূর্ণ আনুমানিক
উপরের এই বিন্যাসটি অবশ্য সম্পূর্ণ আনুমানিক
বাংলা হরফের সাদৃশ্যমূলক স্তর:--
বাংলা বর্ণ এবং সংখ্যা
চৌদ্দটি(১৪)পর্যায় বা স্তরে ভাগ
করা যায়--
১)অ আ ত ভ ৩
২)ই হ ২
৩)উ ঊ ঙ জ ড ড় ৬
৪)ঋ ক ঝ ধ ব র ৰ ব(ৱ)
৫)এ ঐ ঞ
৬)ও ঔ
৭)[খ ঘ থ ম] য ষ য়
৮)চ ছ ৮
৯)ট ঢ ঢ়
১০)ণ ন [ল শ]
১১ ৎ ং
১২ ঃ ০ ৪ ৭
১৩ ১ ৯
১৪)বিবিধ-- ঈ গ ঠ দ প ফ স
ঁ ৫
একটি মূল রূপ[ ব ]-কে ভিত্তি করে একাধিক বর্ণ --
ব র ক ধ ঝ ঋ ৠ ৱ ৰ [৭+২]
========================
বাংলা লেখার বৈশিষ্ট্য
---------------------------
১হরফ পাশাপাশি--অজ,আম,অংশ, কলম,কখন,তপঃ
২বর্ণ মিলিত করে -- অঁটা, গঁদ, চাঁদ
৩হরফ জুড়ে বা যুক্তবর্ণ করে
উপরে-নীচে-- গর্ব, প্রথম, গ্লাস, স্পষ্ট
৪বর্ণ-চিহ্ন ব্যবহার করে--
(ক)পাশাপাশি
(১)সামনে -- কাকা, দাদা, বাবা, মামা
(২)পিছনে -- দেশ, পেট
(খ)দুপাশ জুড়ে -- দোষ, ভোর
(গ)পিছনে বসিয়ে
হরফ ঢেকে দিয়ে, সামনে ফেরানো চিহ্ন দিয়ে-- দিদি, শিশি
(ঘ)পিছনে বসিয়ে, পশ্চাদ্গতির
ঊর্ধ্বাংশ সহ-- চৈত্র, বৈশাখ
(ঙ)সামনে বসিয়ে হরফ ঢেকে দিয়ে, পিছনে
ফেরানো চিহ্ন দিয়ে-- গভীর, নদী
(চ)হরফের নীচে -- ভুল, দূর, কৃশ
(ছ)হরফের দুপাশ জুড়ে -- পশ্চাদ্গতির ঊর্ধ্বাংশ সহ-- গৌরব, নৌকা
৫হরফের ধ্বনি স্পষ্টতর করার জন্য এবং
নিশ্চিত উচ্চারণ বোঝাবার জন্য বর্ণমালার বাইরের বিশেষ চিহ্ন হস্(্)
বসাই-- গরীয়ান্, প্রাবৃট্, বাক্রোধ, বিদ্যুদ্গর্ভ
বাংলা বর্ণের
বিচিত্র ব্যবহার
এই কথাটি
আসলে হল--
সঙ্গীহীন ঈগল বিশুদ্ধ কুশ মুখে বিজ্ঞের মত নিরুদ্দেশ হল
সঙ্গীহীন ঈগল বিশুদ্ধ কুশ মুখে বিজ্ঞের মত নিরুদ্দেশ হল
--------------------------------------------------
বাংলায় বর্ণসংযোগকালে(স্বরচিহ্ন বা
ফলা ইত্যাদি) বর্ণগুলি যেভাবে মিলিত হয় তা হল--
১স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের
সংযোগ-- অং আঁ উঃ
২ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের
সংযোগ-- কা দি গী হু র্ঋ →
(র্ঋ=র্+ঋ)
৩ব্যঞ্জনবর্ণে ব্যঞ্জনবর্ণে মিলন-- স্ত ন্দ্র প্ল ব্ব
৪**স্বরবর্ণে
স্বরবর্ণে মিলিয়ে হয় সন্ধিস্বর
[ ঐ(ওই), ঔ(ওউ) হল সন্ধিস্বর ]
==========================
হরফের মাত্রার বিচারে বাংলা বর্ণমালার তিনটি ভাগ (১)সম্পূর্ণ
মাত্রাহীন (২)আংশিক মাত্রা
(৩)পূর্ণমাত্রা
যদিও
বাংলা বর্ণমালার বৈশিষ্ট্য হল মাত্রা থাকা
(১)সম্পূর্ণ মাত্রাহীন-- ঋ এ ঐ ও ঔ ঙ ঞ ৎ ং ঃ ঁ=১১
(২)আংশিক মাত্রা-- খ গ ণ থ ধ প শ=৭
(৩)পূর্ণমাত্রা-- অ আ ই ঈ উ ঊ ক ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত দ ন ফ ব ভ
ম য র ল ষ স হ ড় ঢ় য়=৩২
সব মিলে বাংলায় আছে-- ১১+৭+৩২=৫০ বর্ণ
বাংলায় বিন্দুযুক্ত বর্ণ-- র ড় ঢ় য় ঁ=৫
এছাড়া, বর্ণপুঁটুলি আছে-- অ আ ই ঈ ঋ এ ঐ ও ঔ ক খ ঞ ট ঢ ণ ত থ ধ ন ফ ভ ল হ=২৩
গোল্লা পাকানো বর্ণ-- ঙ ম শ ৎ ং ঃ =৬
বাংলা ইনজিনিয়ারিং বর্ণমালায় এসবের অনেক পরিমার্জন করে সরল করা হয়েছে যেমন-- ইনজিনিয়ারিং বর্ণমালায় বর্ণের কোনও মাত্রা নেই এছাড়া রহিত করা হয়েছে বর্ণপুঁটুলি ফলে তা অনেকাংশে রোমান বর্ণের সমকক্ষ হয়েছে
=========================
কিছু কথা:
বাংলা বর্ণমালা বলার বা পড়ার সময়ে হরফের নানা নাম দিয়ে বলার রেওয়াজ আছে এসব যথসম্ভব বন্ধ করা দরকার যেমন:--
১স্বরে অ -- নয়, শুধু অ
২স্বরে আ -- নয়, শুধু আ
৩বর্গীয় “জ” -- ‘বর্গীয়’ কথাটা বাদ সব সময়ে শুধু জ বলতে হবে
৪হাত তোলা ঝ -- ‘হাত তোলা’ বলতে হবে না শুধু ঝ
৫কাঁধে বোঁচকা ঞ -- ‘কাঁধে বোঁচকা’ বলার দরকার নেই শুধু ঞ
৬হাঁটু ভাঙা দ -- ‘হাঁটু ভাঙা’ বলতে হবে না শুধু দ
৭কাঁধে ভারী ধ -- ‘কাঁধে ভারী’ বলতে হবে না শুধু ধ
৮ব-এ শূন্য র -- ‘ব-এ শূন্য’ বলতে হবে না শুধু র
৮ড-এ শূন্য ড় -- ‘ড-এ শূন্য’ না বলাই ভালো
ধ্বনিটি উচ্চারণ করাই ঠিক
১০ঢ-এ শূন্য ঢ় -- ‘ঢ-এ শূন্য’ না বলাই ভালো
ধ্বনিটি উচ্চারণ করাই ঠিক
বাংলায়
সবচেয়ে বেশি ব্যবহৃত বর্ণ হল -- র
তাই বার বার ব-এ শুন্য ‘র’ বলা ক্লান্তিকর
তাই বার বার ব-এ শুন্য ‘র’ বলা ক্লান্তিকর
=========================
=========================
বাংলা বর্ণ এবং
স্বরচিহ্ন ও ফলাগুলিকে লিপিগত ভাবে তিনটি শ্রেণিতে
ভাগ করা যায়, স্বচ্ছ, অর্ধস্বচ্ছ,
জটিল--
১স্বচ্ছ-- এ
ও, ক
খ গ চ ড ঢ ণ ত থ দ ন প ফ ব ভ ম য স হ ৎ , া ,
(্য
)য-ফলা
২অর্ধস্বচ্ছ-- অ,
ঘ ঙ
ছ জ ঝ ঞ ধ র ল শ ষ ড় ঢ় য় ং ঃ , ে
৩জটিল-- আ ই
ঈ উ ঊ ঋ ঐ ঔ, ট ঠ ঁ, ি ী ু ূ ৃ ৈ ো ৌ, ণ-ফলা,
ন-ফলা,
ম-ফলা,
(্র)র-ফলা,
( র়্ )রেফ,
ল-ফলা,
ব-ফলা
যে-হরফ বা
স্বরচিহ্নগুলির বাহু হরফের মাত্রার উপরে প্রসারিত সেগুলি সবই জটিল যে ফলাগুলি অন্য
বর্ণের সঙ্গে পরিপূরক হিসেবে ব্যবহৃত হয় সেগুলি অসম্পূর্ণ তাই জটিল য-ফলা চিহ্নটি
য-এর বিকল্প হিসেবে ব্যবহৃত হলেও এটির হরফ-রূপ স্পষ্ট
এবং
সরল
বাংলা
হরফ এবং ভারতীয় অন্য লিপিগুলির সঙ্গে তুলনা করে এই
পর্যায় ভাগ করা হয়েছে
কমপ্লেক্স
স্ক্রিপ্ট বা জটিল হরফ ব্যবস্থা যে-সকল বর্ণমালার, সেগুলির
মধ্যে বাংলা হরফ লক্ষণীয়ভাবে সরল বিশ্বের প্রায় সকল হরফই জটিল
হরফ বা কমপ্লেক্স স্ক্রিপ্ট হিসেবে গণ্য হবে যে-লিপিগুলিতে ভাঁজ
কম, অতিরিক্ত
বাহু নেই বা কম, মাত্রা নেই সেগুলি সহজে লেখা এবং সহজে পড়া যায়, তাই
সেগুলি স্বচ্ছলিপির মধ্যে পড়ে যে লিপিগুলি হরফের মাত্রা ভেদ
করে, বা
অন্য ধরনের জটিলতা আছে সেগুলি স্বচ্ছ লিপির মধ্যে পড়ে না সরলতা
রোমান লিপিকে বিশ্বে জনপ্রিয় ও গ্রহণীয় করেছে
==============================
Cat, Bat -এর এ্যা ধ্বনি এই ধ্বনিটি লেখার জন্য বিভিন্ন
সময়ে বাংলায় মোট ৮টি স্বরবর্ণ তথা হরফ প্রস্তাব করা হয়েছে --
অর্থাৎ মোট ১৭টি প্রস্তাব নানা সময়ে দেখা গেছে
রবীন্দ্রনাথের প্রস্তাব শব্দের শুরুতে মাত্রাহীন এ-কার,
কিন্তু শব্দমধ্যে এ-কার হলে তা মাত্রাহীন করা যাবে না যে যেমন-- অবেলা, কালবেলা, বারবেলা(বার বেলা)
যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির প্রস্তাব--
এবিষয়ে আমার প্রস্তাব--
=================================
এক স্তর(Monotier),
দ্বি-স্তর(2-Tier), এবং ত্রি-স্তর(3-Tier) বাংলা লিখনের উদাহরণ
এবং
৯টি স্বরচিহ্নের প্রস্তাব করা হয়ছে--
অর্থাৎ মোট ১৭টি প্রস্তাব নানা সময়ে দেখা গেছে
রবীন্দ্রনাথের প্রস্তাব শব্দের শুরুতে মাত্রাহীন এ-কার,
কিন্তু শব্দমধ্যে এ-কার হলে তা মাত্রাহীন করা যাবে না যে যেমন-- অবেলা, কালবেলা, বারবেলা(বার বেলা)
যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির প্রস্তাব--
এবিষয়ে আমার প্রস্তাব--
=================================
১)এক
স্তর -- কাকা,
দিদি, শিশি, শীত,
বেশ, বৈধ, লোক, দৌড়
৩)ত্রি-স্তর-- অর্জুন, অর্বুদ, খর্জুর, চিকির্ষু, মুমূর্ষু,
মুহুর্মুহু, কর্তৃত্ব
**৪)বাংলায় প্রকৃতপক্ষে চার স্তরের সংযোগ হয় না বাংলায় চার বর্ণের যুক্তবর্ণ হয়ে দাঁড়ায় বস্তুত তিন বর্ণের হেরফের
**৪)বাংলায় প্রকৃতপক্ষে চার স্তরের সংযোগ হয় না বাংলায় চার বর্ণের যুক্তবর্ণ হয়ে দাঁড়ায় বস্তুত তিন বর্ণের হেরফের
=================================
বাংলা যুক্তবর্ণ দ্বি-স্তর(2-Tier) এবং ত্রি-স্তর(3-Tier)
----------------------------------------------------------------------------------
===============================
চন্দ্রবিন্দু ঁ ব্যবহার
==============
গঁদ--
গ্ ঁ
দ ( আসলে গ়্ অঁ
দ= গ ঁ দ অ-এর কোনও চিহ্ন নেই )
গাঁদা --
গ্ া ঁ দা
গ্
ঁ া দা -- হব না
গঁাদা নহ → গাঁ দা= গাঁদা
যেমন,
ব্যাংক= ব৾ক, এটা বংক হব না
========================
=============================
ব্যঞ্জনবর্ণে ব্যঞ্জনবর্ণে মিলন তথা যুক্তবর্ণের সূত্র দুটি--
(১)c1C2 (২)c1c1C2
এখানে c হল consonant বা ব্যঞ্জনবর্ণ এবং c1= 2/3C2
এখানে c হল consonant বা ব্যঞ্জনবর্ণ এবং c1= 2/3C2
শক্ত, গল্প,
বীস্তর
যুক্তবর্ণের প্রথম হরফটি/হরফদুটি আয়তনে
ছোটো কিন্তু অক্ষত, আর শেষের হরফটি স্বাভাবিক আয়তনের হবে
সকল হরফই সমমাত্রায় বসবে
সকল হরফই সমমাত্রায় বসবে
যেমন--
ক ত→ কত =ক্ত, প ল →পল =প্ল, দ দ → দদ=দ্দ
==============================
ক ত→ কত =ক্ত, প ল →পল =প্ল, দ দ → দদ=দ্দ
==============================
(এখানে সংযুক্তবর্ণের বিস্তারিত তালিকা দেখানো হল)
১যুক্তবর্ণ বিস্তারিত তালিকা --দুই বর্ণ-এক
২ " "
" " -দুই
৩ " "
" " -তিন
৪যুক্তবর্ণ বিস্তারিত তালিকা--তিন বর্ণ
৫যুক্তবর্ণ বিস্তারিত তালিকা--চার বর্ণ
৬যুক্তবর্ণ বিস্তারিত ছক-- দুই বর্ণ লিনিয়ার
৭যুক্তবর্ণ বিস্তারিত ছক-- তিন বর্ণ লিনিয়ার
৮যুক্তবর্ণ বিস্তারিত ছক--চার বর্ণ লিনিয়ার
=============================
মোট=১০৮[মোট দাঁড়ায় ১০৭, কারণ এর থেকে দ্য = দ্য বাদ যাবে, দ্য হিসেবে তা একবার গণনা করা হয়েছে]
[দুই বর্ণ মোট= ১৭+৮৬+১০৭=২১০]+দ্য(= দ্য ) ধরে +১=সর্বমোট ২১১
১৪/০৯/২০১০ মঙ্গলবার /০৯.০৩.২০১৩
দুই বর্ণ:--
ক্ক, ক্ট, ক্ত, ক্ন, ক্ম, ক্য, ক্র, ক্ল, ক্ব, ক্ষ,[১০] ক্স, খ্ম, খ্য, ক্র, গ্দ, গ্ধ, গ্ন, গ্ম, গ্য, গ্র,[২০] গ্ল, গ্ব, ঘ্ন, ঘ্য, গ্র, ঘ্ব, ঙ্ক, ঙ্খ, ঙ্গ, ঙ্ঘ,[৩০] ঙ্ম, চ্চ, চ্ছ, চ্ঞ, চ্য, ছ্য, জ্জ, জ্ঝ, জ্ঞ, জ্য,[৪০] জ্র, জ্ব, ঞ্চ, ঞ্ছ, ঞ্জ, ঞ্ঝ, ঞ্য, ট্ট, ট্ম, ট্য,[৫০] ট্র, ট্ব, ঠ্ব, ড্ড, ড্ম, ড্য, ড্র, ড্ব, ফ্য, ঢ্র,[৬০] ণ্ট, ণ্ঠ, ণ্ড, ণ্ঢ, ণ্ণ, ণ্ম, ণ্য, ণ্ব, ত্ত, ত্থ,[৭০] ত্ন, ত্ম, ত্য, ত্র, ত্ব, থ্য, থ্র, থ্ব, দ্গ, দ্ঘ,[৮০] দ্দ, দ্ধ, দ্ভ, দ্ম, দ্য, দ্য, দ্র, দ্ব,
ধ্ন, ধ্ম,[৯০] ধ্য,
ধ্র, ধ্ব, ন্ট, ন্ড, ন্ত, ন্থ, ন্দ, ন্ধ, ন্ন,[১০০] ন্ম, ন্য, ন্ব, ন্স, প্ট, প্ত, প্ন, প্প, প্য, প্র,[১১০] প্ল, প্স, ফ্র, ফ্ল, ব্জ, ব্দ, ব্ধ, ব্ব, ব্ল, ভ্য,[১২০] ভ্র, ভ্ল, ম্ন, ম্প, ম্ফ, ম্ব, ম্ভ, ম্ম, ম্য, ম্র,[১৩০] ম্ল, য্য, র্ঋ, র্ক, র্খ,
র্গ, র্ঘ, র্চ, র্ছ, র্জ,[১৪০] র্ঝ, র্ট, র্ড, র্ণ, র্ত, র্থ, র্দ, র্ধ, র্ন, র্প,[১৫০] র্ফ, র্ভ, র্ম, র্য, র্র, র্ল, র্ব, র্শ, র্ষ, র্স,[১৬০] র্হ, র্ৎ, ল্ক, ল্গ, ল্ট, ল্ড, ল্প, ল্ফ, ল্ম, ল্য,[১৭০] ল্ল, ল্ব, ব্য, ব্র, শ্চ, শ্ছ, শ্ন, শ্ম, শ্য, শ্র,[১৮০] শ্ল, শ্ব, ষ্ক, ষ্ট, ষ্ঠ, ষ্ণ, ষ্প, ষ্ফ, ষ্ম, ষ্য,[১৯০] ষ্ব, স্ক, স্খ, স্ট, স্ত, স্থ, স্ন, স্প, স্ফ, স্ম,[২০০] স্য, স্র, স্ল, স্ব, হ্ণ, হ্ন, হ্ম, হ্য, হ্র, হ্ল,[২১০] হ্ব, ড়্গ = ২১২টি→ ২১১
এখানে র্ঋ -- এটি গণনা থেকে বাদ র্ঋ যুক্ত
বর্ণ নয়,
কারণ এখানে স্বরবর্ণে ব্যঞ্জনবর্ণ
যুক্ত হয়েছে র+ঋ → র্+ঋ→ র়্ +ঋ=ঋর্
যেমন কা,
কৃ, কো এগুলি যুক্তবর্ণ নয় বিভ্রান্তি হবার
কারণ হল র-বর্ণটি রেফ চিহ্ন হয়ে ঋ-এই স্বরবর্ণের উপরে বসেছে ঋ ব্যঞ্জনবর্ণ হলে
এটি অবশ্যই যুক্তবর্ণ বলে ধার্য হত দ্য [দ+য=দ্য=দ্য]একবার গণনা করা হলেও গণনা
মধ্যে ধরা হয়েছে
তাই এই সংখ্যা হবে=২১১
১৪/০৯/২০১০ মঙ্গলবার /০৯.০৩.২০১৩
তিন বর্ণ:--
ক্ট্র, ক্ত্য, ক্ত্র, ক্ন্য, ক্যং, ক্রং, ক্ল্য, ক্ষ্ণ, ক্ষ্ম, ক্ষ্য,[১০] ক্ষ্ব,
ক্ষং, ক্ষঃ, ক্ষঁ,
গ্ধ্য, গ্ন্য, গ্নং,
গ্র্য, ঘ্ন্য, ঙ্ক্য,[২০] ঙ্ক্র, ঙ্ক্ষ, ঙ্খ্য,
ঙ্গ্য, ঙ্গঃ, ঙ্ঘ্য,
ঙ্ঘ্র, ঙ্ঘঃ, চ্চঃ,
চ্ছ্র,[৩০] চ্ছ্ব, জ্জ্ব,
ণ্ঠ্য, ণ্ড্য, ণ্ড্র,
ত্ত্য, ত্ত্র, ত্ত্ব,
ত্ন্য, ত্ম্য,[৪০] ত্যং, ত্র্য, ত্রং, দ্দ্য, দ্দ্ব, দ্দং, দ্ধ্য, দ্ধ্র, দ্ধ্ব, দ্ভ্র,[৫০] দ্যঃ, দ্র্য, দ্রং,
দ্ব্য, দ্বং, ধ্বং,
ন্ট্র, ন্টং, ন্ড্র,
ন্ত্য,[৬০] ন্ত্র, ন্ত্ব,
ন্তঃ, ন্দ্য, ন্দ্র,
ন্দ্ব, ন্দং, ন্দঃ,
ন্ধ্য, ন্ধ্র,[৭০] ন্ধঃ,
ন্ন্য, প্ত্র, প্রং, ফ্রঁ, ব্ধ্য, ব্ধ্র, ব্বঃ, ব্ভ্র, ব্রঁ,[৮০] ব্ল্য, ভ্যং, ভ্রং,
ম্প্য, ম্প্র, ম্পং,
ম্ব্র, ম্ভ্র, ম্ভঃ,
র্ক্ত,[৯০] র্ক্য, র্গ্য,
র্গ্র, র্ঘ্য, র্ঙ্গ,
র্চ্ছ, র্চ্য, র্চঃ,
র্জ্ঞ, র্জ্য,[১০০] র্জঃ,
র্ট্র, র্ঢ্য, র্ণ্য,
র্ণঃ, র্ত্ম, র্ত্য, র্ত্র, র্থ্য, র্থং,[১১০] র্দ্ধ, র্দ্য, র্দ্র,
র্দ্ব, র্দঃ, র্ধ্য,
র্ধ্ব, র্ধং, র্প্য,
র্পঃ,[১২০] র্ব্ভ, র্ভ্য,
র্ভং, র্ম্য, র্মং,
র্লং, র্ব্য, র্বং,
র্শ্য, র্শ্ব,[১৩০] র্শঃ,
র্ষ্ট, র্ষ্ণ, র্ষ্য,
র্স্ট, র্স্য, র্সঃ,
র্হঃ, ল্ক্য, ল্প্য,[১৪০] ব্যং, শ্চ্য, শ্বঃ,
ষ্ক্র, ষ্ক্ব, ষ্ট্য,
ষ্ট্র, ষ্টং, ষ্ঠ্য,
ষ্ঠং,[১৫০] ষ্ণ্য, ষ্প্র,
ষ্ম্য, স্ক্র, স্ট্র,
স্টং, স্ত্য, স্ত্র,
স্ত্ব, স্তঁ,[১৬০] স্থ্য,
স্ন্য, স্প্র, স্প্ল,
স্ফং, স্রং, স্বঃ,
হ্ম্য = ১৬৮টি
১৪/০৯/২০১০ মঙ্গলবার /০৯.০৩.২০১৩
চার বর্ণ:--
ক্ষ্ণ্য, ক্ষ্ম্য,
ঙ্ক্ষ্য, ত্র্যং, দ্ব্যং,
ন্ত্যং, ন্ত্র্য, ন্দ্রং,
ন্ধ্যং, র্দ্ধ্ব,[১০]
র্দ্ধং, র্ব্ভ্য, র্ষ্ণ্য, স্ট্রং, স্ত্রং, স্প্রং = ১৬টি
দুই বর্ণ =২১১+
তিন বর্ণ=১৬৮+
চার বর্ণ = ১৬
============
সর্বমোট=৩৯৫
==============================================
অতিরিক্ত বিষয়াবলি
বাংলায় শব্দের স্তর তিনটি
শিশুদের যখন
প্রথমে শব্দ শেখানো হয়, তখন শুরুতে শেখানো হয় হাত, পা, চোখ, কান, নাক দাঁত মাথা
চুল পেট, জিভ ইত্যাদি এই স্তরে তাদের স্নেহ, উদারতা, লাবণ্য ইত্যাদি শব্দ শেখানো
যাবে না কারণ এই শব্দগুলোর অর্থ তারা বুঝবে না, যেহেতু এগুলো হল বিমূর্ত শব্দ, আর
চোখ কান নাক ইত্যাদি হল মূর্ত শব্দ এই বস্তুগুলো ধরা ছোঁয়া যায়, বোঝা যায় এর
মাঝামাঝি শব্দ হল বাবা, দাদা, কাকা, মামা, দিদি, পিসি, জেঠু, ননদ, ভাজ, তালুই,
বেয়ান, আব্বা, চাচা, খালা, ফুফা, ম্যাম, ফাদার/ড্যাড, সিস্টার, ব্রাদার, আন্টি ইত্যাদি, এগুলি অর্ধমূর্ত শব্দ শব্দের
থাকে এই তিনটি স্তর সব ভাষাতেই এই রকম তিনটি স্তর থাকে (১)মূর্ত শব্দ, (২)অর্ধমূর্ত
শব্দ, (৩)বিমূর্ত শব্দ
(১)মূর্ত শব্দ--- হাত, পা, চোখ, কান, নাক দাঁত মাথা চুল
পেট, জিভ ইত্যাদি
(২)অর্ধমূর্ত শব্দ--- বাবা, দাদা, কাকা, মামা, দিদি, পিসি,
জেঠু, ননদ, ভাজ, তালুই, বেয়ান, আব্বা, চাচা, খালা, ফুফা, ম্যাম, ফাদার/ড্যাড, সিস্টার, ব্রাদার, আন্টি ইত্যাদি, এগুলি অর্ধমূর্ত শব্দ
(৩)বিমূর্ত শব্দ--- স্নেহ, উদারতা, লাবণ্য ইত্যাদি
===========================================
বাংলা যুক্তবর্ণের বিবর্তন
বিষয়টি প্রথম অংশে দেখানো হয়েছে
============================================
বাংলা যুক্তবর্ণের উদাহরণ তালিকা
বাংলা যুক্তবর্ণের সূত্র দুটি --
(১)c1C2 (২)c1c1C2-- এখানে, c হল consonant বা ব্যঞ্জনবর্ণ এবং c1=2/3C2--
এখানে সী-১(c1) বনর তালীকা দখানৗ হল--
ক=ছক্কা, ধাক্কা
খ=অখ্খর, খ্রীশ্ট
গ=শীগ্গীর, বাগ্মী
ঘ=ঘ্রান, ঘ্রীত
ঙ=বঙ্গ(বংগ), শঙ্ঘ(শংঘ)
চ=উচ্চ, আচ্ছা
ছ=উছ্ছরয়(উচ্ছরয়/উচ্ছ্রয়)
জ=উজ্জল
ঝ=তাজ্ঝীম মাঝ্ঝীম
ঞ=
ট=কট্টর, ঠাট্টা
ঠ=পাঠ্ঠ, শাঠ্ঠ
ড=আড্ডা, বড্ডৗ
ঢ=বুঢ্ঢা, মঢ্র
ণ=
ত=উত্তাপ, মত্ত
থ=মীথ্থা
দ=খদ্দর, উদ্দাম
ধ=ওধ্ধাপক, ধ্রুব
ন=কীন্তু, রান্না
প=খাপ্পা, প্রান
ফ=ফ্রক, ক্লট
ব=তীব্বত, ব্রীড়া
ভ=ওভ্ভাশ, ভ্রাতা
ম=আম্মা, ম্রীগল
য=
র=রীশী, অপন
ল=মল্ল, উল্লাশ
ব(ৱ)=
শ=পৗশ্শ, ভশ্শ
ষ=
স=মফস্সল, স্রী, স্কুল
হ=হ্রাশ
ড়=খড়্গ,শীড়্গ
ঢ়=
য়=
ৎ=
ং=
ঃ=
ঁ=
==================================
যে শব্দগুলি বেশি ব্যবহৃত হয় সেগুলি মৌখিক, লৌকিক হয়ে গেছে, তাই তার বানান অনেক সরল, আর কম প্রচলিতগুলি একটু আড়ষ্ট
যেমন-- পাঠ্ঠ, শাঠ্ঠ, এদের মধ্যে ‘শাঠ্ঠ’ লেখা চলে শাঠ্ঠ/শাঠ্ঠ
================================
বাংলা জুক্ত ধ্ধনীর তলীকা [৫৬]
ক্ন=ক্নুট হমসুন, ক্র=ক্রতা, ক্ল=ক্লীব ক্র=ক্ম ক্ল=ক্লীব
খ্ম=খ্মর (রুজ খ্মর বাহীনী-- কম্মৗডীয়া), খ্র=খ্রীশ্ট খ্র=খ্রীশ্ট
গ্র=গ্রীশ্শ, গ্ল=গ্লাশ গ্ল=গ্লাস
ঘ্ন=গ্ন(=ঘাতক), ঘ্র=ঘ্রীত, ঘ্রান ঘ্র=ঘ্রীত
চ্চ=চ্চুত, বিচ্চুত
*→ (ছ্র=উছ্রীত্ত ?)
জ্র=জ্রীম্ভন
ট্র=ট্রাম
ড্র=ড্রাম
ত্ত=ত্তক(ত্বক নহ ) ত্র=ত্রান
থ্র=থ্রৗ
দ্র=দ্রাঘীমা
ধ্ধ=ধ্ধনী(বন্জন ধ্ধনী, শ্শর ধ্ধনী) ধ্ম=ধ্মাত ধ্র=ধ্রুব
ন্র=ন্রীপ
প্র=প্রান প্ল=প্লাবন
ফ্র=ফ্রক ফ্ল=ফ্লট
ব্ব=ব্বাবা ব্র= ব্রত ব্ল=ব্লড
ভ্র=ভ্রাতা ভ্ল=ভ্লাদীমী
ম্র=ম্রীগ ম্ল=ম্লান
র=রীতু, রীশী
র=রীতু, রীশী
ল্র=ল্রীট
শ্ট=শ্টীমার(স্টী/স্তীমার নহ) শ্ট্র=শ্ট্রং(স্ট্রং/স্ত্রং নহ) শ্ন=বারশ্নয়(মুল শব্দটী বাশ্নয়)
শ্ল=শ্লাঘা শ্শ=শ্শর(শ্শর ধ্ধনী)
স্ক=স্কুল স্ক্র= স্ক্রু স্খ=স্খলীত * → স্ট্র= স্ট্রং
নহ (হব শ্ট্রং)
স্ত=স্তুপ স্ত্র= স্ত্রী(চতুস্ত্রীংশ) স্ত=স্থল স্ন=স্নান স্প=স্পশ্ট
স্প্র= স্প্রীহা স্ল্প=স্প্লীট স্ফ=স্ফার স্ম=স্মাত স্ম্র=স্ম্রীত স্র=স্রী(শ্রী=শ্রী নহ) স্ল=স্লট
হ্র=হ্রদ হ্ল=হ্লাদীনী = ৫৬
বাংলা জুক্ত দ্ধনির তালীকা ৫৬
ক্ন ক্র ক্ল খ্ম খ্র
গ্র গ্ল ঘ্ন ঘ্র চ্চ জ্র ট্র
ড্র ত্ত ত্র
থ্র দ্র ধ্ধ
ধ্ম ধ্র ন্র
প্র প্ল ফ্র
ফ্ল ব্ব ব্র
ব্ল ভ্র ভ্ল ম্র ম্ল র ল্র শ্ট
শ্ট্র শ্ন শ্ল
শ্শ স্ক স্ক্র
স্খ স্ত স্ত্র
স্থ স্ন স্প
স্পর স্প্ল স্ফ স্ম স্ম্র
স্র স্ল হ্র
হ্ল
=৫৬
ক-৩, খ-২, গ-২,
ঘ-২ ঙ - চ-১ ছ
-
জ-১ ঝ - ঞ- ট-১ ঠ- ড-১
ঢ- ণ- ত-২ থ-১ দ-১
ধ-৩ ন-১ প-২
ফ-২ ব-৩ ভ-২
ম-২ য-- র-১
ল-১ ব- শ-৫ ষ- স-১৫ হ-২
ড়- ঢ়- য়- ৎ- ং- ঃ- ঁ-
ড়- ঢ়- য়- ৎ- ং- ঃ- ঁ-
=======================================
বাংলা বর্ণ তুলনাংক
বাংলা বর্ণ ব্যবহারের তুলনামূলক তালিকা
প্রকৃত ব্যবহার-- বর্ণক্রম অনুসারে(শতাংশ % হার সহ)
প্রকৃত ব্যবহার-- বর্ণক্রম অনুসারে(শতাংশ % হার সহ)
অ=৫১(৫১+১৩০=১৮১)=১.৬১৪
আ=১৩০(অ+া)
ই=১০৬=০.৯৩১৫
ঈ= --
উ=৫৮=০.৫০৯৭
ঊ= --
ঋ= --
এ=১১৮=১.০৩৫
ঐ=১০=০.০৮৭৮৮
ও=৬৯=০.৬০৬৩
ঔ= --
ক=৫১২=৪.৫০০
খ=৪১=০.৩৬০৩
গ=১২৭=১.১১৬
ঘ=৩৩=০.২৯০০
ঙ=৫=০.০৪৩৯৫
চ=১০৪=০.৯১৩৯
ছ=১১৭=১.০২৮
জ=১৭৬=১.৫৭০
ঝ=২=০.০১৭৫৮
ঞ=৩=০.০২৬৩৬
ট=১৭৪=১.৫২৯
ঠ=২১=০.১৮৪৫
ড=৫৪=০.৪৭৪৫
ঢ=১=০.০০৮৭৮৮
ণ=৪৩=০.৩৭৯৬
ত=৩৪৭=৩.০৪৯
থ=৮৯=০.৭৮২১
দ=২২৪=১.৯৬৮
ধ=৯৩=০.৮১৭৪
ন=৫৬০=৪.৮৬৫
প=২৫৫=২.২৪১
ফ=৪৭=০.৪১৩০
ব=৩৯৭=৩.৪৮৯(দুটো ব মিলে বাংলায় অন্তঃস্থ ব(ৱ) নেই)
ভ=১০৫=০.৯২২৮
ম=২৩৪=২.০৫৬
য=২৪৬=২.১৬২
র=১১৬৩=১০.২২
ল=৩৩৩=২.৯২৬
শ=৮৩=০.৭২৯৫
ষ=৪২=০.৩৬৯১
স=৩২১=২.৮২১
হ=১৫১=১.৩২৭
ড়=৩২=০.২৮১২
ঢ়= --
য়=২৪৬=২.১৬২
ৎ=১১=০.০৯৬৬৮
ং=৮৪=০.৭৪৪৯
ঃ=১০=০.০৮৭৮৮
ঁ=২৩=০.২০২১
--------------------------
্=৩=০.০২৬৩৬
------------------------
া=১৪৯০=১৩.০৯
ি=৫৯২=৫.২০২
ী=২০৪=১.৯৭৩
ু=১৮৬=১.৬৩৫
ূ=১৪=০.১২৩০
ৃ=১৯=০.১৬৬৮
ে=১১২৭=৯.৯০৪
ৈ=১২=০.১০৫৪
ো(ে + া=ো)=*
ৌ=৬=০.০৫২৭৩
* যখন এই হিসেব কষা হয়েছিল তখন তা খবরের কাগজের সংবাদ বিশ্লেষণ করে তখন কম্পিউটারে বাংলা লেখা যেত না ডেস্কটপ বা ল্যাপটপ এসেছে তার অনেক পরে এখন কম্পিউটারে বাংলায় ইউনিকোড ফন্ট ব্যবহার করা হচ্ছে সেখানে ও-কার(ো ) একটি মাত্র টাইপ(তা অবশ্য ে + া নহে), আর তা লিখতে হয় সঙ্গী হরফের পরে সকল স্বরচিহ্নই সঙ্গী হরফের পরে টাইপ করতে হয় তাই এই হিসেব এখন কিছুটা অন্যরকম হবে
--------------------
--------------------
০=১৪=০.১২৩০
১=৪০=০.৩৫১৬
২=৩১=০.২৭২৫
৩=১৬=০.১৪০৬
৪=১৯=০.১৬৬৮
৫=২৫=০.২১৯৭
৬=৬=০.০৭০৩১
৭=১৩=০.১১৪২
৮=৬=০.০৫২৭৩
৯=৪=০.০৩৫১৬
সংখ্যা গণনা শুরু হয় ০ শূন্য দিয়ে বর্তমানে ঠিকানায়
০(শূন্য) ব্যবহার হওয়ায় এর তুলনাংক বাড়বে
------------------------
=১২৭=১.১১৬
?=১=০.০০৮৭৮৮
, =১০৩=০.৯০৫৩
;=৭=০.০৬১৫২
:=১৫=০.১৩১৮
- =৫১=০.৪৪৮২
_ =২৩=০.২০২১
. =৩=০.০২৬৩৬
●=৫=০.০৪৩৯৫
*=৩=০.০২৬৩৬
/=২=০.০১১৭৫৮
()=১৪=০.১২৩০
-------------------------
মোট ব্যবহার = ১১২১৭ -এর মধ্যে এই হিসেব
সর্বাধিক ব্যবহৃত কয়েকটি--
ত=৩৪৭=৩.০৪৯
দ=২২৪=১.৯৬৮
ন=৫৬০=৪.৮৬৫
প=২৫৫=২.২৪১
ব=৩৯৭=৩.৪৮৯
ম=২৩৪=২.০৫৬
য=২৪৬=২.১৬২
র=১১৬৩=১০.২২ → হরফের
মধ্যে সর্বাধিক ব্যবহৃত
ল=৩৩৩=২.৯২৬
স=৩২১=২.৮২১
য়=২৪৬=২.১৬২
া=১৪৯০=১৩.০৯ → স্বরচিহ্নের
মধ্যে সর্বাধিক ব্যবহৃত
ি=৫৯২=৫.২০২
ী=২০৪=১.৯৭৩
ে=১১২৭=৯.৯০৪
→ স্বরচিহ্নের মধ্যে দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত
হাতে হরফ গাঁথার ছাপাখানায় যেভাবে হরফ টাইপ ছিল কম্পিউটারে তা একটু ভিন্ন,
যেমন-- অ, আ হাতের ছাপাখানয় আ সরাসরি টাইপবডি নয়, অ+া মিলে তা ‘আ’ হয় তাই বাংলা বর্ণ তুলনাংক হিসেব করার সময়ে ”অ”-এর সংখ্যা অনেক বেশি দেখাবে, কিন্তু সেখানে “আ” থাকবে না
===================
বাংলা ছাপাখানায় যাঁদের হাতের লেখাকে অনুসরণ করে ছাপার টাইপ
তেরি কারা হয় তাঁরা হলেন--
(১)খুশমৎ মুনশী(‘হ্যালহেড-এর বইয়ে বাংলা হরফের আদর্শ ছিল
হুগলি অঞ্চলের কোন এক মুনশি খুশমৎ হাতের লেখা’)
(২)কালীকুমার রায়(‘শ্রীরামপুর মিশন প্রেসের আদর্শ ছিল ফোর্ট
উইলিয়াম কলেজের বাংলা হস্তলিপির-শিক্ষক কালীকুমার রায়ের হস্তলিপি’)
(৩)হরমোহন দত্ত(‘সাহিত্যগুরু অক্ষয়কুমার দত্তের খুল্লতাত
সুপ্রীমকোর্টের দেওয়ান হরমোহন দত্তের হস্তাক্ষর দেখিয়া বর্ত্তমান বাঙ্গালার
সীসাক্ষর প্রস্তুত হইয়াছিল’)-- মহেন্দ্রনাথ বিদ্যানিধি লিখিত অক্ষয়কুমার দত্তের
জীবনী(বাঙলা ভাষার অভিধান -- জ্ঞানেদ্রমোহন দাস ২য় সংস্করণ-- পুনর্মুদ্রণ--
আগস্ট ১৯৭৯/... ২০১১ -- সাহিত্য সংসদ, কলিকাতা পৃঃ ১১-- অক্ষর -- সীসা ইত্যাদি
নির্মিত অক্ষর, টাইপ Type)
শশ
নীবদন__
জ জুদ্ধ পশ্চাৎ অপশরনই
বুদ্ধীমানর কাজ, শই অপরীনামদশী জুদ্ধই বরং করত এগীয় এলৗ জ তার লখক-নাম(Pen name)
মনৗজকুমার দ. গীরীশ
জন্ম ১৯৪৫-এ বাংলাদশর
বরীশাল জলার দখ্খীন প্রান্তর এাক অখ্খত গ্রাম দশ ভাগর শময় শৗইশবই চল
আশ বাবার কমস্থল কৗলকাতায় লখাপড়া এখানই টকনীকল ডীপলৗমা আছ পর কলায়
স্নাতক বীশ্শবীদ্দালয়র চৗউকাঠও পা রখছীলৗ
--ভাশা তত্ত শখান দু-বছর পাঠ নওয়া হলও পরীখ্খায় বশা হয়নী
--ভাশা তত্ত শখান দু-বছর পাঠ নওয়া হলও পরীখ্খায় বশা হয়নী
ডীপলৗমার শুত্রই এাকটা শরকারী চাকুরী গজটড
অবধী উঠ অবশর এাখনও হাওয়ার শঙ্গ তার অখ্খম লড়াই চালীয় জাচ্ছ কীছু লখাটখা
নানা পত্র পত্রীকায় এবং দৗইনীক শংবাদপত্র বরীয়ছ বট তব তা তমন দাগ
কাটনী শাপ্তাহীক থাকাকালীন “দশ” শাহীত্তপত্র একটী লখা প্রকাশীত হয়
পশ্চীমবংগ শরকারী পুস্তকর শংকলনও একটী লখা প্রকাশীত হয়ছ
বানানর এই কচালী বাড়াবার
জৗন্ন “বাংলা নতুন-বানান”-এর এাকটা কম্পীউটার সফ্টওয়রও আবার তৗইরী করছ! তা
দীয় বাংলায় ই-মলও করা জায়, ডীজীটাল টাইমও দখা জায়, ব্লগ বানান জায়(শই ফন্টই এই ব্লগটী), আর শগুলী আপাতত বীনামুল্ল
বীতরনও করা হচ্ছ
https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip
এই ব্লগ লীংক থক (দল ভারী করার জৗন্ন৻)
এাকটাই ভরশা, প্রস্তাবটী প্রথম ভাশা-বীশশগ্গঁ পন্ডীতরা মীল জৗউথভাব তুলছীলন ১৯৪৯-এ বাংলাদশ, শখান ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্ ছীলন
এদশর শরা অভীধান “জাতীয় অভীধান”-এর প্রধান শম্পাদক কবী ওধ্ধাপক
https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip
কিংবা
এই ব্লগ লীংক থক (দল ভারী করার জৗন্ন৻)
এাকটাই ভরশা, প্রস্তাবটী প্রথম ভাশা-বীশশগ্গঁ পন্ডীতরা মীল জৗউথভাব তুলছীলন ১৯৪৯-এ বাংলাদশ, শখান ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্ ছীলন
এদশর শরা অভীধান “জাতীয় অভীধান”-এর প্রধান শম্পাদক কবী ওধ্ধাপক
ডঃ জগন্নাথ চক্রবতী
তুলছীলন প্রায় ৩০ বছর
পর “দশ” শাহীত্ত পত্র ১৯৭৮-এ
ফন্টর বপার শশ অবধী
শবান্তীক বাংলা ইউনীকোড ফন্ট তৗইরী হয়ছ
শই ফন্ট ববহার কর চলতী
বাংলা লখা জাব, এবং নতুন-বানানও লখা জাব ফন্টটী হল ”AhanLipi-Bangla14“ অহনলীপী-বাংলা১৪
__ :: __
বাংলা সর্বান্তিক নতুন
ফন্ট অহনলিপি-বাংলা ইউনিকোড ওপেনটাইপ ইউ.আই. ফন্ট ব্যবহার করে তৈরি কিছু বাংলা
ব্লগসাইট/ব্লগস্পট/ওয়েব ব্লগ দেখা যাবে নিচে দেওয়া লিংক থেকে অথবা সর্বান্তিক
ইউনিকোড ফন্ট অহনলিপি-বাংলা পাবার জন্য ’অহনলিপি‘
বা ইংরেজিতে Ahanlipi লিখে সার্চ দিলে ফন্ট ডাউনলোড করার সাইট
পাওয়া যাবে
সমাপ্ত
-- ০০ --
অনধিকারীর এই চেষ্টায়
চিন্তার অনেক খামতিও অবশ্যই আছে
সুধী পাঠকেরা সেগুলি নির্দেশ করলে কৃতজ্ঞ থাকব
তবে বাংলা বানান সরল না করলে অগ্রগতি ব্যাহত হবে
------
ঋণ:
বিভিন্ন আকর গ্রন্থ, সাধারণ গ্রন্থ,
পত্র-পত্রিকা, ইন্টারনেটের ওয়েবসাইট ও ব্লগ থেকে নানাভাবে প্রভূত সহায়তা গ্রহণ করা
হয়েছে তাঁদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাই
সর্বশেষ পরিমার্জন ১৪/১০/২০১৮
Merit Casino: What is a Scam or a Safe Place to Play?
ReplyDeleteYou 메리트카지노 can play with or against a variety of casino 메리트 카지노 쿠폰 players in a variety of markets. If you're looking 카지노사이트 for an online casino with a wide range of games