Monday, September 19, 2011

শিশুর ছড়া





  


সর্বান্তিক ‘অহনলিপি-বাংলা১৪’ ফন্টে পড়তে হবে৤


বিনামূল্যে ফন্ট ডাউনলোড লিংক:--



  

শিশুর ছড়া



  


শিশুর ছড়া
মনোজকুমার দ. গিরিশ



মণীশ পার্ক, কোলকাতা, ভারত




  ১
আয় বৃষ্টি ঝেঁপে
   
আয় বৃষ্টি ঝেঁপে
ধান দেব মেপে
ধানের ভিতর পোকা
নাচ়ছে দ্যাখো খো-কা৥

(প্রচলিত ছড়ার সামান্য পরিবর্তিত রূপ৤)

  --০--








স্বপ্ন খোকন

যখন আমি মনে মনে
বেড়াই ঘুরে বনে বনে
ছুটিয়ে ঘোড়া টগবগিয়ে তেপান্তরে যাই ছুটে
শুনি বাতাস কইছে কথা, কানে কানে অস্ফূটে
রাজকন্যা আছে কোথা, ওই পাহাড়ের কোন্ দিকে

মেঘমেখলা-পরে  আকাশপরে ঘোরে
তারে আমি আনব জিনে
মেঘের মাঝে নেব চিনে
ঘোড়ার পিঠে চড়িয়ে নেব তারে
ফিরব শেষে নিজের দোরে
কল্পকথার গল্পখান
এমনি হবে সুনির্মাণ৤
--০--
 



  বীর গৌর

আমায় মোটে ভীতু ভেবো না
  এমন আমি দৌড় দেব না
  বুঝবে আমি কেমন বীর
  করবে সবাই মনস্থির
  ভয়েই আমি দিলাম দৌড়
  নয়কো আমি তেমন গৌর
  পিঁপড়ে ছিল পায়ের কাছে
  মাড়িয়ে দিই তাকে পাছে
  তাই তো দৌড়ে গেলাম ছুটে
  নয়তো মরত আমরা বুটে
  কাউকে আমি পাইনে ভয়
  তোমরা বুঝেছ নিশ্চয়৤


রোদে গেলে ছায়া যখন পড়ে
  ভূতের মতো এদিক ওদিক নড়ে
  চুপি চুপি শোন তোমায় বলি
  তাকে একটু সমঝে আমি চলি
  আহা, ভূতের ভয়টা কার না করে বলো
  তোমারও যে দুচোখ হয়, ভীষণ ছলো ছলো
  তেমন আমার সব সময়ে হয়না জেনো ঠিক
  টিকটিকিটা হঠাৎ ডাকলে টিকটিক
  ঘাবড়ে গিয়ে ছোট-বাইরে করে ফেলি যদি
  অভয় দেন থাকলে কাছে নদি
  তাই বলে সব ভেবো নাকো ভুলে
  সে দিনটা যাব না ইসকুলে
  ভয় আমি কাউকে করি না
  যখন আমায় কোলে করেন মা৤
--০--

 




বুড়োবুড়ি
  

বুড়ো কয় বুড়িরে
চলো কেন খুঁড়িয়ে?
বুড়ি ওঠে খেঁকিয়ে
কহে শেষে কঁকিয়ে
বয়স হল তিন কুড়ি
এখনও কি আছি ছুঁড়ি?
আহা হা হা চটো কেন তুমি সে,
জানি ঠিকই নেই তুমি উনিশে
শুধু দুঃখ চিতে এই
বয়সটা তো মনে নেই৤
  -- ০০ -- 







খোকা ঘুমুলো
মা ভাবেন তাঁর খোকা,
ভীষণ রকম বোকা
সে কথা নয় ঠিক,
করতেছে টিকটিকি, ওই দেখ টিক্​টিক্
বোতল ফেলে হাতের আঙুল খাই,
যখন যেমন পাই
সব সময়ে দুধ খাওয়া কি ভালো,
একটু আধটু খাইনা এলো মেলো৤
যখন আমায় ঘুম পাড়াতে চায়,
তখন আমার কেবল হাসি পায়
আমি কি আর আছি ততো ছোট,
থাকি কি আর তেমন ন্যাংটো পুটো?
সন্ধে সকাল কাঁধে করে ঘুম পাড়ানি গেয়ে
মা মণি মোর ঘোরেন ঘরে ঘরে
দুষ্টুমিটা চাগিয়ে রাখি ইচ্ছে করে
দেখি আমি পিটপিটিয়ে চেয়ে
ভাবেন মা তাঁর খোকা,
আছে ভীষণ বোকা
কোলে করে একটুকু গান গেয়ে,
ঘুরলে ঘরে ঘরে ঘুমটি যাবে পেয়ে
কিন্তু আমি ঘুমুব কি মজা দেখি যত
ঘরকন্না রান্নাবান্না বাকি আছে কত! 
রেগে গিয়ে শেষে লাগান চাপট চড়
--এখ্​খুনি তুই ঘুমিয়ে খোকা পড়৤
আমি নই তো তেমন বোকা
বড় রকম চড় চাপাটির আগে
(জানিস্ বড্​ডো লাগে)
ঘুমোলো তার খোকা৤
  --০--






খুড়ো
  

ওহে খুড়ো,
তুমি যে হয়ে গেছ বুড়ো৤
কেমন করে বুঝলি তাহা বল?
তোমার যে, বকবকানির
খুলে গেছে কল!

--০--




লম্বা বাত
  
লম্বা লম্বা বাত
কাজের বেলায় কাৎ
তখন বলে, এসব কাজে আমার
নেই তো কোনও হাত৤
মনে জানে বাতই সার
এটুক বোঝার বুদ্ধি যদি
না-থাকে ওই গাধার
সব কতা কি
ধরতে আছে দাদার?

বাঘ মারব সিঙ্গি মারব
মারব বন বেড়াল
তাপ্পরে ঠিক
খুলে নেব সদ্য কাঁচা খাল৤

মারব বনবেড়াল,
দেখো তখন করব কি তার হাল৤
বাঘ না হোক, বাঘের মাসি
হয়না কি তা বল্‌?
লাও বন্দুক, লাও পিস্তল
কামান গোটা দুই
দেখিস আমি কেমন বিড়াল
গর্তে পুঁতে থুই!

পুঁই মাচার ওই, কোন্ কোণেতে
ঢুকছে বনবেড়াল
খুঁজে দেখিস কাল৤
তখন দেখিস নামটি আমার
কেন যে নন্দলাল৤
  -- ০ --




সর্বশেষ পরিমার্জন 
২৫/০৭/২০১৭ 

 অতিরিক্ত  পড়া: 
রাইমস্(Rhymes) ভাবানুবাদ
http://banglanakshikatha.blogspot.in/2012/04/rhymes.html